Header Ads

দেশে আৰ্থিক মন্দা নিয়ে উদ্বেগ প্ৰকাশ প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী মনমোহন সিংয়ের

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ 

দেশে মন্দা ক্ৰমশ তীব্ৰ হচ্ছে। শুক্ৰবার চলতি আৰ্থিক বছরের দ্বিতীয় ত্ৰৈমাসিক আৰ্থিক বৃদ্ধির হার প্ৰকাশ পেয়েছে। তাতে দেখা গেছে জুলাই থেকে আগস্ট অবধি অভ্যন্তরীণ মোট উৎপাদন তথা জিডিপি বেড়েছে মাত্ৰ চার শতাংশ। 
 ছবি, সৌঃ আন্তৰ্জাল

তারপরই দিল্লিতে একটি ঘরোয়া সম্মেলনে তীব্ৰ উদ্বেগ প্ৰকাশ করেছেন প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী মনমোহন সিং। তিনি বলেন- ‘মন্দা যে ক্রমশ তীব্র হচ্ছে তা আর অস্বীকার করার উপায় নেই। তা দেশে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে পারে। বিশেষ করে কৃষক, যুব সম্প্রদায় ও গরিবরা এর ফলে সবথেকে বিপদে পড়তে পারেন।’

বরিষ্ঠ্য এই কংগ্ৰেস নেতা তথা অৰ্থনৈতিক বিশেষজ্ঞ আরও বলে- ‘ সমাজে একটা ভীতির পরিবেশ তৈরি হয়েছে। তা বদলে আত্মবিশ্বাসের পরিবেশ গড়ে তুলতে হবে। সেটাই বৃদ্ধির পথকে সুগম করবে। একমাত্র তখনই ঘুরে দাঁড়াতে পারে অর্থনীতি।’
মনোমহনের এই সমালোচনা যে কেন্দ্ৰে বিজেপি সরকারের ওপর চাপ আরও বাড়াবে তাতে আর কোনও সংশয় নেই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.