ইম্ফলে বোমা বিস্ফোরণে আহত ছয়
![]() |
| ছবি-সৌজন্য ইন্টারনেট। |
নয়া ঠাহর প্রতিবেদন : মণিপুরের রাজধানী ইম্ফলে মঙ্গলবার সকালে বোমা বিস্ফোরণের জেরে পাঁচ পুলিশকর্মী সহ এক সাধারণ নাগরিক গুরুতর আহত হন।
ইম্ফলের ব্যস্ত থাংগাল বাজার এলাকায় বিস্ফোরণটি ঘটে। গুরুত্বর আহত সাধারণ নাগরিকের নাম কৃষ্ণ গুরুং বলে জানা গেছে। মণিপুরের মুখ্যমন্ত্রী বিরেন সিংহ ঘটনাস্থল পরিদর্শন করে, এই ধরনের ঘটনাকে কাপুরুষিত ঘটনা বলে উল্লেখ করেন।









কোন মন্তব্য নেই