Header Ads

প্রয়াত দেশবন্ধু রোডের সবার প্রিয় দেবজ্যোতি ভট্টাচার্য (দেবুদা)

জপমালা চক্রবর্তী, শিলচর : প্রয়াত হলেন শিলচর দেশবন্ধু রোডের সবার পরিচিত তথা প্রিয় দেবজ্যোতি ভট্টাচার্য (দেবুদা)। বেশ কিছুদিন থেকেই অসুস্থ ছিলেন তিনি। গত শুক্রবার সন্ধ্যা ৬-৪৫ মিনিটে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর। রেখে গেছেন স্ত্রী সুতপা ভট্টাচার্য ও একমাত্র পুত্র দিগ্বিজয় ভট্টাচার্যকে। পেশাগত জীবনে তথা চাকুরী জীবনে বহুদিন তিনি মিজোরামে পি এইচ ই বিভাগে এস ডি ও হিসেবে কর্মরত ছিলেন। পরে সেখান থেকে শিলচরে চলে আসেন। এখানে জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির সার্ভেয়ার ও লস অ্যাসেসর হিসেবে কাজ করেন। তাছাড়া, সামাজিক, সাংস্কৃতিক তথা রাজনৈতিক ক্ষেত্রেও তার বিশেষ অবদান ছিল।  
একসময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সমর্থক ও দলের একনিষ্ঠ কর্মী হিসেবেও কাজ করেছেন। পুজো হোক বা সবধরনের অনুষ্ঠানেই সানন্দে ঝাপিয়ে পড়তেন এবং ছোট বড় সবাইকে উৎসাহ প্রদান করতেন এই সদাহাস্য, স্পষ্টবাদী দেবু দা। তাছাড়া, এলাকার বিভিন্ন উন্নয়নমুলক কাজেও যথেষ্ট সুনাম অর্জন করেছেন তিনি। আজীবন স্বামী স্বরুপানন্দের একনিষ্ঠ ভক্ত তথা  শিলচর অখন্ড মন্ডলীর সাথে ঘনিষ্ঠ সদস্য হিসেবেও জড়িত ছিলেন তিনি। দেবুদা শিলচর শহরের স্বনামধন্য বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক প্রয়াত ডা: ডি.এন. ভট্টাচার্যের জ্যেষ্ঠ পুত্র ছিলেন। তার মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

No comments

Powered by Blogger.