Header Ads

অগপ-র নতুন ছাত্র সংগঠন অসম ছাত্র পরিষদের জন্ম হল, অতুল বরা বলেন, আঞ্চলিক শক্তির নব জাগরণের জন্যে নুতন ছাত্র সংগঠনের প্রয়োজন ছিল

 অমল গুপ্ত, গুয়াহাটি

অসম গণ পরিষদ দল  এর নিজস্ব কোনও  যুব সংগঠন ছিল না ,  যুব পরিষদ ছিল তবে তা ছিল   দুর্বল,  প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্ত   নিজেই আসুর মতো শক্তিশালী ছাত্র সংগঠনের  সভাপতি পদে ছিলেন।  সেই আসুর  সমান্তরালভাবে অগপ অসম ছাত্র পরিষদ নামে  এক ছাত্র  সংগঠনের জন্ম দিল।  বৃহস্পতিবার কলাক্ষেত্রে  অগপ সভাপতি অতুল বরা বলেন, আঞ্চলিক  শক্তিকে  শক্তিশালী  করে নব জাগরণ সৃষ্টি করতে হবে। বলেন, নতুন ছাত্র সংগঠন তৈরির  প্রস্তাব ছিল বহুদিনের।

  অগপ বিধায়ক রমেন্দ্র নারায়ণ কলিতা জানান, নতুন  ছাত্র সংগঠনের সঙ্গে আসুর কোনো বিভেদ হবে না। সব দলের একটি করে ছাত্র   যুব সংগঠন থাকে, অগপ র ছিল না।  অগপ স্বীকার না করলেও  আসুর সঙ্গে  এক বিভেদের সৃষ্টি হবে। ক্যাব এবং এন আর সি কে কেন্দ্র করে ইতি মধ্যে আসুর সঙ্গে অগপ র বিরোধ সৃষ্টি হয়েছে। 

অগপ ক্যাবকে সমর্থন করছে, কিন্তু প্রাক্তন অগপ সভাপতি তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্ত ক্যাবের ঘোর বিরোধী, তিনি ক্যাবের বিরুদ্ধে আন্দোলন করার জন্যে আসুকেই নেতৃত্ব নেবার আহ্বান করেছেন। তাই অগপ-র নতুন ছাত্র সংগঠন অসম ছাত্র পরিষদের মহন্তের বিরোধ তুঙ্গে উঠবে তা না বললেও চলবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.