Header Ads

মান কি বাতে" আসামের অতিথিপরায়ণতার উচ্চ প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


নয়া ঠাহর প্রতিবেদন,গুয়াহাটি। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর বেতার অনুষ্ঠান "মন কি বাত"অনুষ্ঠানে অসামবাসীর উচ্চ প্রশংসা করেন। গুয়াহাটিতে কিছুদিন আগে অনুষ্ঠিত হয়ে যাওয়া ব্রহ্মপুত্র পুষ্কর মেলাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের সমাগম হয়েছিল আসাম বাসীরা তাদেরকে যেভাবে আপ্যায়ন করেছে তার জন্য আসাম বাসীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী রবিবার  দেশবাসীর উদ্দেশে 'মন কি বাতে "দেওয়া  ভাষণে উক্ত ধন্যবাদ সূচক মন্তব্যটি  প্রদান করেন। তিনি বলেন যে "অসমবাসীর এই অতিথি পরানয়তার জন্য  আমি তাদের প্রশংসা করছি। "প্রধানমন্ত্রী এভাবে ধন্যবাদ জানায় আসমবাসীকে। এর সাথে তিনি বলেন যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সমস্ত ভক্ত এবং পর্যটকদের স্বাগত জানিয়েছে আসামবাসী। ব্রহ্মপুত্র পুষ্কর নদী উৎসবের আয়োজকরা  পরিষ্কার পরিচ্ছন্নতার উপর বিশেষ গুরুত্ব দিয়েছে এর সাথে এলাকাটি প্লাস্টিক মুক্ত করে রাখার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ প্রদান করেছে । "মন কি বাত" এর শেষের দিকে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী ব্রহ্মপুত্র নদীর উৎসবের ব্যাখ্যা করার সাথে  আগামী বছর এই নদী উৎসব অন্ধ্রপ্রদেশে আয়োজন করা হবে বলে উল্লেখ করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.