গুয়াহাটিতে শুরু হল ব্ৰহ্মপুত্ৰ পুষ্করম মহোৎসব
নয়া ঠাহর, গুয়াহাটিঃ মঙ্গলবার থেকে গুয়াহাটিতে শুরু হল ব্ৰহ্মপুত্ৰ পুষ্করম মহোৎসব। এই মহোৎসবের উদ্বোধন করেন অসমের মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল। ৭৫ লক্ষ টাকা বাজেটের এই মহোৎসবে অন্ধ্ৰপ্ৰদেশের মুখ্যমন্ত্ৰী, কেন্দ্ৰীয় মন্ত্ৰী, দক্ষিণের নাট্য জগতের বেশ কয়েকজন তারকা এসে যোগ দিবেন। মহালক্ষ্মী চেরিটেবল ট্ৰাস্ট, চেন্নাই এবং তিরুপতি শ্ৰী বালাজী সেবা সমিতি, গুয়াহাটির সহযোগে ১২ দিনের এই মহোৎসব শুরু হয়েছে।
ছবি, সৌঃ আন্তৰ্জাল
ব্ৰহ্মপুত্ৰ নদের এই মহোৎসবে গোটা দেশের বিভিন্ন প্ৰান্ত থেকে ভক্তদের সমাগম হবে বলে আশাবাদী উদ্যোক্তারা।









কোন মন্তব্য নেই