Header Ads

ক্যাব-এর বিরুদ্ধে অসম জুড়ে গণ আন্দোলন

অমল গুপ্ত, গুয়াহাটিঃ 
 
আজ সোমবার থেকে লোকসভার শীতকালীন অধিবেশন শুরু হয়েছে। এই অধিবেশনে বিতর্কিত ক্যাব ২০১৬ বিলটি উত্থাপিত হবে এই খবরের পর থেকে অসম জ্বলে উঠেছে। আসু,কৃষক মুক্তি সংগ্রাম সমিতি প্রভৃতি জাতীয়তাবাদী দল সংগঠনগুলো রাজ্য জুড়ে প্রতিবাদ আন্দোলনে মুখর হয়ে উঠেছে। অসম আন্দোলোনের মতো ক্যাব বিরোধী আন্দোলন বাঙালি বিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। 

এই ঘোলা জলে প্রাক্তন মন্ত্রী নিলমনি সেন ডেকা মাছ ধরতে শুরু করে নিজের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্যে বাঙালি জাতিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। তিনি বলেন, বাঙালিরা অত্যাচারী জাতি, এই জাতের জন্যে অসমিয়া ভাষা সংস্কৃতির বিকাশ হচ্ছে না। তাঁর নিজের দল কংগ্রেস  নীলমনির বক্তব্যের বিরোধিতা করেছে। তাঁর ক্যাব বিরোধিতাকে অবশ্য সমর্থন করেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্ত ক্যাবের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দেবার জন্যে আসুকে আহ্বান জানিয়েছে।

 অগপ এখনও ক্যাবকে সমর্থন করে যাচ্ছে,বিজেপি সরকার থেকে বেরিয়ে এসে ক্যাব এর বিরোধিতা করার আর্জি জানিয়েছেন। তিনি বলেন, ক্যাব পাশ হলে অসমিয়াদের অস্তিত্ব বিপিন্ন হয়ে পড়বে। অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এদিন আবার বলেন, নতুন রূপে ক্যাব আসবে। যেখানে খিলঞ্জিয়াদের স্বার্থ অক্ষুন্ন থাকবে। বলেন- এনআরসি থেকে ৪ লাখ বাঙালি হিন্দুর নাম বাদ গেছে। তার মধ্যে ২ লাখ বরাক উপত্যকার। 

মাত্র ৪ লাখ অথচ বিরোধীরা দাবি করছে কোটি কোটি বাঙালি হিন্দু এসে রাজ্য ভরে যাবে। আসুর  পক্ষ থেকে এক বিশাল প্রতিবাদী মিছিল আজ ন্যাস ভবন থেকে রাজভবন পৰ্যন্ত যায়। আসু-র উপদেষ্টা সমুজ্জ্বল ভট্টাচার্য, সাধারণ সম্পাদক লুরিন জ্যোতি গগৈ প্রমুখ কেন্দ্র রাজ্য সরকারকে হুঁশিয়ারি করে দিয়ে বলেন,খিলাঞ্জিয়া বিরোধী ধর্মের ভিত্তিতে ক্যাব গৃহীত হলে অসমে আগুন জ্বলবে। অখিল গগৈ এদিন আবার অভিযোগ করেন ক্যাব বাস্তবায়িত হলে বাংলাদেশের ১ কোটি ৭০ লাখ বাঙালি হিন্দু অসমে আসবে। তার দল এদিন গ্রামে গ্রামে ক্যাবের বিরুদ্ধে প্রচার পুস্তিকা বিলি করছে। এদিন মানব শৃঙ্খল  করে ক্যাব এর বিরোধিতা করে। জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ এদিন মাজুলিতে ক্যাব-এর বিরুদ্ধে আন্দোলন করে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করে। সিপিএম,  সিপিআই সহ ৪ টে বাম গণতান্ত্রিক দল তেজপুর ক্যাব-এর বিরুদ্ধে বিরাট প্রতিবাদী মিছিল বার করে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.