তৃণমূল দলটাই আর থাকবে না, বুলবুল বিধ্বস্ত এলাকায় দাঁড়িয়ে হুঙ্কার বাবুলের !!
বিশ্বদেব চট্টোপাধ্যায়
তৃণমূল দলটাই আর থাকবে না। এদিন দক্ষিণ ২৪ পরগনার ঘূর্ণিঝড় বিদক্ষিণ ২৪ পরগনার বুলবুল বিধ্বস্ত এলাকা পরিদর্শন করলেন বাবুল সুপ্রিয়। এদিন তিনি নামখানা থেকে যাত্রা শুরু করেন। সেখানে তৃণমূলের তরফে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। এরপর তিনি বকখালি এবং ফ্রেজারগঞ্জেও যান। ক্ষতিগ্রস্তদের সবরকমের সাহায্যের আশ্বাস দেন তিনি। বাবুল সুপ্রিয় দাবি, তিনি আসছেন, জেনেই অনেক দুর্গত এলাকায় এদিনই ত্রাণের ব্যবস্থা করা হয়েছে।বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন বাবুল। সেখানে বাবুলকে সামনে পেয়েই তেতে ওঠেন বিজেপি কর্মী সমর্থকরা। বাবুল তখন সান্ত্বনা দিতে গিয়ে বলেন, তৃণমূল দলটাই আর থাকবে না।
তৃণমূল দলটাই আর থাকবে না। এদিন দক্ষিণ ২৪ পরগনার ঘূর্ণিঝড় বিদক্ষিণ ২৪ পরগনার বুলবুল বিধ্বস্ত এলাকা পরিদর্শন করলেন বাবুল সুপ্রিয়। এদিন তিনি নামখানা থেকে যাত্রা শুরু করেন। সেখানে তৃণমূলের তরফে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। এরপর তিনি বকখালি এবং ফ্রেজারগঞ্জেও যান। ক্ষতিগ্রস্তদের সবরকমের সাহায্যের আশ্বাস দেন তিনি। বাবুল সুপ্রিয় দাবি, তিনি আসছেন, জেনেই অনেক দুর্গত এলাকায় এদিনই ত্রাণের ব্যবস্থা করা হয়েছে।বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন বাবুল। সেখানে বাবুলকে সামনে পেয়েই তেতে ওঠেন বিজেপি কর্মী সমর্থকরা। বাবুল তখন সান্ত্বনা দিতে গিয়ে বলেন, তৃণমূল দলটাই আর থাকবে না।
বাবুল সুপ্রিয়র আসার খবর পেয়েই এদিন বুলবুল দুর্গতরা থালা নিয়ে রাস্তায় বসে পড়েন। ত্রাণ না পাওয়ার অভিযোগ জানাতে থাকেন তাঁরা। সেই ছবি বাবুল পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।
এলাকার অনেকেরই অভিযোগ মৎস্যজীবীদের সতর্ক করা হলেও সাধারণ মানুষকে ঝড় নিয়ে সতর্ক করেনি প্রশাসন। ত্রাণ অপর্যাপ্ত বলেও অভিযোগ তুলেছেন দুর্গতরা।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, তাঁরা বিজেপি সমর্থক হওয়ায় ত্রাণ পাচ্ছেন না। এলাকায় যাঁরা তৃণমূল করছে তাদের কাছে ত্রাণ পৌঁছচ্ছে। কিন্তু যাঁরা বিজেপি করছে তাদের কাছে ত্রাণ পৌঁছচ্ছে না।
দক্ষিণ ২৪ পরগনার বুলবুল বিধ্বস্ত এলাকা পরিদর্শন করলেন বাবুল সুপ্রিয়। এদিন তিনি নামখানা থেকে যাত্রা শুরু করেন। সেখানে তৃণমূলের তরফে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। এরপর তিনি বকখালি এবং ফ্রেজারগঞ্জেও যান। ক্ষতিগ্রস্তদের সবরকমের সাহায্যের আশ্বাস দেন তিনি।
দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় বাবুল সুপ্রিয় সফর কালে ত্রাণ না পাওয়ার অভিযোগ ওঠে। এলাকাগুলিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার কোনও সাহায্য মেলেনি বলেও অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা।
বাবুল সুপ্রিয় জানান, এলাকায় যাবে এনডিআরএফ-এর টিম। তারা ক্ষয়ক্ষতি নিরুপন করবে।
দুর্গত মানুষদের অনেকেরই অভিযোগ, এলাকার তৃণমূল নেতারা বলছেন, ত্রাণের জন্য বিজেপিকে বলুন।
এদিন দুর্গত এলাকায় নিজেই গাড়ি চালিয়ে যান। তৃণমূলে বাধায় পড়ার পরে তিনি বাইকে সওয়ার হন। অনেকেই অভিযোগ করেন ৫ দিন ধরে খাবার পাননি। তিনি যাচ্ছেন শুনে এদিনই দুর্গতদের খাবার দেওয়া হয়। এই সময় বাবুল সুপ্রিয়কে বলতে শোনা যায়, দিদির আসল রূপ প্রকাশ হয়ে পড়েছে।
কোন মন্তব্য নেই