Header Ads

চলচ্চিত্র সমগ্র পৃথিবীকে নিকটে আনে: মুখ্যমন্ত্রী


নয়া ঠাহর প্রতিবেদন ।মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বৃহস্পতিবার শ্রীমন্ত শংকরদেব কলাক্ষেত্র তৃতীয় গুয়াহাটি আন্তরাষ্ট্রীয় চলচ্চিত্র উৎসবে উদ্বোধন করেন ।জ্যোতি চিত্রবন ও  ডক্টর ভুপেন হাজারিকা রিজিওনাল ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট সংযুক্ত সহযোগিতাতে ইরানকে বিশেষ ফোকাস কান্ট্রি হিসাবে নিয়ে অনুষ্ঠিত করা চলচ্চিত্র মহোৎসবে ৬৫ দেশের ১০০ টির বেশী চলচ্চিত্র প্রদর্শন করা হবে ।তৃতীয় গুয়াহাটি চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন যে সংস্কৃতি সমাজকে একতার বন্ধনে সুদৃঢ় করা ছাড়াও চলচ্চিত্রে সমগ্র পৃথিবী কে নিকটে আনে। মুখ্যমন্ত্রী আরও বলেন যে  গুয়াহাটিযে অনুষ্ঠিত  আন্তরাষ্ট্রীয় চলচ্চিত্র উৎসব যুব প্রজন্মের চলচ্চিত্র নির্মাতাদের উৎসাহ প্রদান করবে । অন্যদিকে রাজ্যের প্রসিদ্ধ  অভিনেতা ও পরিচালক আদিল হোসেন ও রিমা দাস এর কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন যে চলচ্চিত্র মহোৎসব রাজ্যের নব প্রজন্মের চলচ্চিত্র নির্মাতাদের আন্তরাষ্ট্রীয় চলচ্চিত্রর সাথে যোগসূত্র স্থাপন করার দিকে সাহায্য করবে। অনুষ্ঠানে  উপস্থিত থাকা পোল্যান্ডের প্রখ্যাত চলচ্চিত্র ও  নাট্যপরিচালক ক্রাইস্টোফ জুনুচি বলেন যে বর্তমান সময় চলচ্চিত্র এক নতুন পরিধি লাভ করেছে । তিনি গুয়াহাটিতে আন্তরাষ্ট্রীয় চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত করার জন্য রাজ্য সরকারের নেওয়া পদক্ষেপকে প্রশংসা করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.