Header Ads

বিশেষ আকর্ষণ বিহাড়া রেলওয়ে স্টেশনের পূজায়

নয়াঠাহর প্রতিবেদন, বিহাড়া : ঐতিহ্যবাহী বিহাড়া রেলওয়ে স্টেশনের দুর্গাপুজা এবার ৫৪ বর্ষ পূর্তি। এ উপলক্ষে এলাকায় সাজো সাজো ভাব। ভারতীয় শৈলীর আদলে তৈরী হয়েছে মণ্ডপ। মণ্ডপ তৈরী করেছেন এলাকার শিল্পী রাজু আচার্য। মূর্তি তৈরী হয়েছে বাংলা আদলে। বিহাড়াবাজার এলাকায় এই পুজায় প্রতি বৎসর ভীড় হয় চোখে পড়ার মত। এই পূজা কমিটির কর্ণধার তথা সভাপতি দেবু ঘোষ ও সম্পাদক  রাজু কর জানান, এবারের পূজার বাজেট হল ৫ লক্ষ টাকা। প্রতিদিন ভক্তদের প্রসাদ  বিতরণ করা হবে। সন্ধ্যা থেকে দর্শনার্থীদের প্রসাদের প্যাকেট বিতরণ করা হবে। চলবে আরতী প্রতিযোগিতা সহ অন্যান্য অনুষ্ঠান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.