Header Ads

গেটের অভাবে রেল নিরাপত্তা বিঘ্নিত বদরপুরে

নয়া ঠাহর প্রতিবেদন, বদরপুর : বদরপুর রেল-সাবডিভিশনের সবচাইতে নিরাপত্তাহীন এলাকা বদরপুর রেলজংশনের পুরাতন লেভেল ক্রসিং গেট এলাকা যা বর্তমানে পূর্ণ- উন্মুক্ত ও খোলা অবস্থায় রহেছে। উন্মুক্ত স্থানে রেলপথ রয়েছে। যেদিক দিয়ে রাজধানী এক্সপ্রেশ, ত্রিপুরা সুন্দরী, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস প্রভৃতি সর্ব ভারতীয় যাত্রী বাহী ট্রেনগুলি যাতায়াত করে। এছাড়া মণিপুর, ত্রিপুরা ও উজান অসমের যাতায়াত করে। 
বদরপুর রেল জংশন একশো দশ বছরের পুরণো স্টেশন। বর্তমানে রেল গেট সংলগ্ন এলাকায় কোন বাউন্ডারি ওয়াল ও ক্রশিং গেটও নেই। খোলা রেল লাইনের উপর দিয়েই যাতায়াত। যদিও ব্রডগেজের কাজের সময় একটি বেন্ডিং টাইপ তৈরি করা হয় যা দিয়ে অধিকাংশ নাগরিকরদের যাতায়াত এক প্রকার অসাধ্য। বতর্মানে এই ব্রিজ দিয়ে বাইক আরোহীরাই যাতায়াত করেন। পাশের নবনির্মিত মোটর ভেহিকেল চলাচলের রাস্তাটি সারা বছর হাঁটু জল থাকায় এটি চলাচলের অযোগ্য। এ নিয়ে বিস্তর আন্দোলনও হয়েছে। এটি রেলওয়ে ইঞ্জিনিয়ারিং-এর নিকৃষ্ট উদাহরণ। এ বছর কলোনির দুর্গা প্রতিমাগুলি খোলা রেললাইনের উপর দিয়েই পারাপার হয়েছে। বদরপুর রেল ডিভিশন ডিমান্ড কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি কল্লোল মজুমদার এই  প্রতিবেদককে জানান, এই উন্মুক্ত স্থান রেলওয়ে সেফটি সিক্যুরিটিকে আঘাত করেছে। অবিলম্বে রেল কতৃপক্ষের এ ব্যপারে নজর দেওয়া উচিত বলে মনে হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.