Header Ads

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম অসম আগমনের শতবর্ষ উদযাপনের আয়োজন



নয়া ঠাহর প্রতিবেদন। রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৯  সালের ১০ অক্টোবর অসমের মাটিতে প্রথম পদার্পণ করেছিলেন। সেই ঐতিহাসিক আগমনের শতবর্ষকে অভিনন্দিত করার উদ্দেশ্যে শতবর্ষ উদযাপন সমিতি ১ নভেম্বর শুক্রবার কটন বিশ্ববিদ্যালয়ের সুদমার্শন হলে এক বিশেষ বক্তৃতানুষ্ঠানের আয়োজন করেছে । বিষয়: রবীন্দ্রনাথের ভারতভাবনা :স্ববিরোধিতা থেকে আধুনিকতায়।এই বক্তৃতানুষ্ঠানের মূল বক্তা বিশ্বনাথ রায় (ভূতপূর্ব প্রধান, বঙ্গভাষা ও সাহিত্য বিভাগ কলকাতা বিশ্ববিদ্যালয় )এর ব্যবস্থাপক কটন বিশ্ববিদ্যালয় ও পাণ্ডু মহাবিদ্যালয়ের বাংলা বিভাগ ।শনিবার দ্বিতীয় দিনে রয়েছে সংগীতের অনুষ্ঠান "সঙ্গীতাঞ্জলী" "এর ব্যবস্থাপক গুয়াহাটির ব্রাহ্মসমাজ। স্থান নগরের ব্রাহ্মসমাজ মন্দির। আমন্ত্রিত শিল্পীরা হলেন সন্দীপ সেন(অধ্যাপক বিশ্বভারতী) ও ইন্দ্রানী বড়কটকী( জোরহাট) ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.