Header Ads

পর্যটকদের জন্যে খুলে গেল অসমের কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ

 কাজিরঙা রাষ্ট্রিয় উদ্যান শনিবার থেকে পর্যটকদের জন্যে খুলে দেওয়া হল। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল আনুষ্ঠানিক ভাবে দেশের মধ্যে এক শৃঙ্গ বিশিষ্ট গণ্ডারের জন্যে বিখ্যাত কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান দেশ বিদেশের পর্যটকদের সফরের জন্য খুলে দিয়ে বলেন,কাজিরঙা দেশের মধ্যে ১৭ তম আইকনিক সেন্টার হিসেবে স্থান পেয়েছে।  

কাজিরঙাকে পরিষ্কার, পরিচ্ছন্ন, স্থান হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি। বলেন  জন্তু জানোয়ারদের মুক্ত বিচরণে যাতে বাধা সৃষ্টি না হয় তার জন্যে ৩২ কিলোমিটার দীৰ্ঘ উড়ালপুল নির্মাণ করা হবে। জানান,গত বছর ১ লক্ষ ৮০ হাজার পর্যটক কাজিরঙা   সফরে এসেছিল। আগামী ১০ বছরে ১ কোটি পর্যটকের লক্ষ্য মাত্রা ধার্য্য করা হয়েছে।  মুখ্যমন্ত্রী এদিন বোকাখাতের নব নির্মিত পুলিশ থানার শুভ উদ্বোধন করেন। বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য কাজিরঙার বিভিন্ন উন্নয়নমূলক । প্রকল্পের কথা জানান। মন্ত্রী কেশব  মহন্ত,সাংসদ কামাখ্যা প্রসাদ তাসা, মন্ত্ৰী অতুল বরা, মুখ্য বন সংরক্ষক এ এম সিং প্রমুখ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.