Header Ads

গলায় প্লাস্টিক আটকে বছরে ১০ লাখ যাযাবর পাখি মারা যায়




নয়া ঠাহর ,কলকাতা।
আগামী ১২  অক্টোবর  বিশ্ব  যাযাবর পাখি দিবস,  এক  সমীক্ষায়  বলা  হয়েছে প্রতি  বছর  ১০ লাখ দেশান্তরী পাখি গলায় প্লাস্টিক আটকে মারা যায়। প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়ার  ডাক    দেওয়া হয়েছে। কিন্তু সেই ডাকে কেউ  সারা    দিচ্ছে না। অসমের   কা ছাড় জেলার উদার বন্দে  প্রায় ৩০০পাখি কে খাঁচাতে আটকে দুগা মণ্ডপ করা হয়। বন বিভাগের আগাম অনুমতি নেওয়া হয় নি বলে অভিযোগ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.