এক দিনের জন্য ব্ৰিটিশ ডেপুটি-হাইকমিশনারের দায়িত্ব সামলালেন অসম কন্যা মনজিতা বড়ুয়া
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ এক দিনের জন্য ব্ৰিটিশ ডেপুটি হাইকমিশনারের দায়িত্ব সামলালেন অসমের কুড়ি বয়সী মনজিতা বড়ুয়া। বৃহস্পতিবার সকাল থেকে হো-চি-মিন সরণিতে ব্ৰিটিশ ডেপুটি হাই- কমিশন অফিসে গিয়ে কূটনৈতিক কাজকৰ্ম দেখা, তা বোঝার পাশাপাশি তিনি লিঙ্গ বৈষম্য এবং মানব পাচার নিয়ে ব্ৰিটেন কী ভাবে কাজ করছে তা জানার চেষ্টা করেন। ব্ৰিটেন সরকার ব্যবসা সংক্ৰান্ত বিষয়ে ভারতীয়দের কী সুবিধা দেয়, কী ধরনের বৃত্তি নিয়ে সে দেশে ভারতীয় পড়ুয়ারা যেতে পারেন- খুঁটিনাটি তথ্য জেনে নেন তিনি।
শুক্ৰবার আন্তৰ্জাতিক কন্যা দিবস উপলক্ষে কলকাতার ব্ৰিটিশ ডেপুটি হাই- কমিশনারের অফিস থেকে অসমের শিলচর বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্ৰনিক্স এবং কমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনা করে মনজিতাকে বাছাই করা হয়। মেয়েরা আৰ্থিকভাবে স্বাবলম্বি হলেই লিঙ্গ বৈষম্য দূর করা সম্ভব হবে বলে মনে করেন মনজিতা।
কোন মন্তব্য নেই