ডি ভোটার আতঙ্কে গ্রাস শারদীয় দূর্গো পূজোর আনন্দ
যিশু নাথ, বদরপুর : ডি ভোটার আতঙ্কে শারদীয় দুর্গো পূজো আনন্দ গ্রাস করে ফেলেছে বদরপুরে। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে তদারকিতে জাতীয় নাগরিক পুঞ্জীয়ন প্রক্রিয়া সম্পন্ন হলেও তালিকায় যাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে। তাদের মধ্যে অধিকাংশকে ফের ডি ভোটার সংক্রান্ত নোটিশ ধরিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে বদরপুরে বিভিন্ন এলাকায়। জানাগেছে, গত কয়েক দিন ধরে বদরপুর হিললাইন কলোনি কাজল রাণী ঘোষের মত প্রায় একশ ডি ভোটার সংক্রান্ত নোটিশ বদরপুর বিভিন্ন অঞ্চলে বসবাসরত জনগণের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। আবার কারো কারো বাড়ির এক কিলোমিটার দূরে কোন অজ্ঞাত জায়গায় বা অন্য কেহর বাড়ির দেওয়ালে নোটিশ লাগিয়ে দেওয়া হচ্ছে।
এনআরসি আতঙ্ক তথা রাষ্ট্রহীন হওয়ার ভয় মানুষের সমস্ত পূজোর আনন্দ কেড়ে নিয়েছে। জানাগেছে বদরপুরে আচমকাই বেড়ে গেছে বিদেশী নোটিস পাঠানোর মাত্রা। অনেক মানুষের ঘরে পৌঁছোচ্ছে সন্দেহভাজন বিদেশির নোটিশ। এ নিয়ে সমগ্র বদরপুরে তৈরি হয়েছে বিভীষিকাময় পরিস্থিতি। অনেক জায়গায় প্রায় জোর করেই নোটিসগুলো সার্ভ করছে বর্ডার পুলিশ। অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে ইস্যু হওয়া ওইসব নোটিশ পেয়ে হতভাক হয়ে গেছেন ভুক্তভোগীরা। যাঁদের নামে বিদেশি নোটিশ আসছে তাঁরা এর আগে কোন দিন এরকম নোটিশ পাননি। শিলচর ডিটেনশন ক্যাম্প বন্দি জয় দেব ঘোষের এনআরসির সম্পূর্ণ তালিকা প্রকাশিত হবার পরই এই তাঁদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে সন্দেহভাজন বিদেশির নোটিশ।
৩১ আগস্টের পর থেকে বদরপুরে বিদেশী নোটিশ পেয়েছেন বেশ কয়েকজন নাগরিক। তাদের বাড়িতে সীমান্ত পুলিশ পৌছে দিচ্ছে বিদশী নোটিস। এক ব্যাক্তি সাংবাদিকদের পেয়ে তিনি বলেন, তার নামে নামে ডি ভোটার মামলা কোন দিনই ছিল না। আগে কোন দিন কোন নোটিশও পান নি। কিন্তু এখন মাথায় যেন বাজ ভেঙে পড়ার উপক্রম হয়েছে। আরও জানান প্রথম এনআরসির চুড়ান্ত খসড়ায় তাঁর ও পরিবারের সব সদস্যের নামও রয়েছে। ১৯৬৫ সালের ভোটার তালিকায় নাম রয়েছে তাঁর বাবার । বাবা, মার নামে রয়েছে লিগ্যাসি ডেটাও। সব ডকুমেন্ট দিয়ে এনআরসিতে আবেদন করেছিলেন। এরপর খসড়ায় নামও আসে। এখন ট্রাইব্যুনালের নোটিশ পেয়ে মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে তাঁর। কি করবেন কিছুই বুঝতে পারছেন না তিনি। কারণ হতদরিদ্র ব্যাক্তি ফরেনার্স ট্রাইব্যুনালে দৌড়ঝাঁপ কতটুকু পেরে উঠবেন এমন দুশ্চিন্তা কুরে কুরে খাচ্ছে। কান্নাভেজা গলায় জানালেন, একদিন কাজ না করলে পরিবারের খাবার জুটে না। এমতাবস্থায় কোর্টে দৌড়বেন না পরিবারকে খাবার কি ভাবে যোগাবেন। এদের মধ্যে প্রায় কয়েক জন এই প্রথম ফরেনার্স ট্রাইব্যুনালের নোটিশ পেয়েছেন। অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে সন্দেহভাজন বিদেশি বলে এদের নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে। তবে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে বদরপুরে জনগণ আতঙ্কে দিন কাটাচ্ছেন।










কোন মন্তব্য নেই