Header Ads

গুয়াহাটির শান্তিপুরে খাঁচাবন্দি হল বিশাল একটি চিতা




দেবযানী পাটিকার, গুয়াহাটিঃ 

 মহানগরের শান্তিপুর এলাকাতে এক বিশাল চিতা (অসমিয়াতে নাহরফুটুকি বলে) বাঘ খাঁচায় বন্দি হয়েছে । অনেকদিন ধরেই চিতাটি ওই এলাকায়  আতঙ্কের সৃষ্টি করে আসছিল। অবশেষে বুধবারে খাঁচাবন্দি হয় ।

এতোদিন জঙ্গেল থেকে এসে চিতাটি জনবসতি এলাকার গবাদী পশু মেরে খেয়ে যেত। এর ফলে আতঙ্কের সৃষ্টি হয়েছিল এলাকাতে । এই ব্যাপারে  এলাকার লোকজন বন বিভাগকে খবর দিলেও বনবিভাগের তরফ থেকে বিশেষ কোনও গুরুত্ব পাওয়া যায়নি বলে অভিযোগ রয়েছে।

পরে সংবাদ মাধ্যমে যখন এ খবর প্রকাশিত হয় এরপরেই বন বিভাগের টনক নড়ে। ওই এলাকাতে এক বিশাল খাঁচা বসিয়ে যায় বনকৰ্মীরা। এরপরেই খাঁচাবন্দি হয় চিতাটি। ফলত স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এলাকার লোকেরা ।

উল্লেখ্য যে ক্রমাগত বনাঞ্চল ধ্বংসের ফলে এবং ঘরবাড়ি বানানোর ফলে এই সমস্ত জীবজন্তু বাসস্থান ছিনিয়ে নিয়েছে মানুষ ফলে খাবারের সন্ধানে পাহাড় থেকে নেমে লোকালয়ে চলে আসে এবং কিছু পোষা জানোয়ার মেরে নিয়ে যায়। এমনিতে বাঘ কাউকেই আক্রমণ করে না। কিন্তু লোকেরা যখন বাঘ দেখে চিৎকার করে আতঙ্কের সৃষ্টি করে তখন বাঘ আত্ম রক্ষার জন্য আক্রমণ করে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.