Header Ads

গুয়াহাটিতে শুরু হয়েছে ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্মেলন

নয়া ঠাহর প্ৰতিবেদন,গুয়াহাটিঃ

অসম এক ইতিহাস সৃষ্টির পথে। ভারত এবং বাংলাদেশ পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক সীমান্ত প্রাচীর অতিক্রম করেছে। এখন থেকে সমগ্র উত্তর পূর্বাঞ্চল বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করে এই অঞ্চলের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে পারবে।

 ছবি, সৌঃ ডি ডি নিউজ
বিবি আইএন মোটর ভেহিকেল চুক্তি এই অঞ্চলের বিকাশে গতি আসবে। আজ গুয়াহাটির রেডিশন ব্লু হোটেলে দুই দেশের বাণিজ্য সন্মেলন শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল, শিল্প মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী, অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ,  বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী, বাংলাদেশের প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মসিউর রহমান,বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস প্রমুখ বাংলাদেশের ৭০, ৮০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। দুই দেশের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলে বাণিজ্য প্রসারে বেশ কয়েকটি প্রস্তাব ও সমঝোতা চুক্তি সম্পাদিত হয়। বাংলাদেশের মন্ত্রী টিপু মুন্সী দাবি করেন বাংলাদেশের আর্থিক বিকাশ দ্ৰুত বৃদ্ধি পাচ্ছে। ভারতে বৃদ্ধির হার যেখানে হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ৫, ৬ শতাংশে। সেক্ষেত্রে বাংলাদেশ প্রায় ৮ শতাংশ ছুঁতে যাচ্ছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও উপস্থিত ছিলেন। বাংলাদেশের মন্ত্রী বলেন, বিপ্লব দেব-এর মন পরে থাকে বাংলাদেশে দেহ পরে  থাকে ত্রিপুরায়,মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল দুই দেশের বন্ধুত্বপুর্ণ সম্পর্কের কথা বলে প্রধানমন্ত্রীর পুবে তাকাও নীতিকে সফল করার আহবান জানান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.