Header Ads

বাংলাদেশের নোবেল জয়ী ব্যক্তিত্ব মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি !

বিশ্বদেব চট্টোপাধ্যায় : গ্রেফতারি পরোয়ানা জারি হল বাংলাদেশের নোবেল জয়ী ব্যক্তিত্ব মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কারের প্রাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে একটি শ্রম আইন লঙ্ঘন সংক্রান্ত মামলায় ঢাকার থার্ড লেবর কোর্ট গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। জানা গিয়েছে, ওই আইন সংক্রান্ত মামলায় মুহাম্মদ ইউনুস আদালতে হাজিরা দিতে ব্যর্থ হয়েছেন। আর তার জেরেই জারি হয়ে গিয়েছে গ্রেফতারি পরোয়ানা।
মূলত, মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীন ব্যাঙ্কের অধীন গ্রামীন কমিউনিকেশনসে ৩ জন কর্মী একটি রাজনৈতিক ইউনিয়ন সংগঠিত করতে চেয়েছিলেন। আর তার জেরে সংস্থা থেকে ওই ৩ জনকে ছাঁটাই করেন ইউনূস। এমনই অভিযোগ রয়েছে নোবলজয়ী ব্যক্তিত্বের বিরুদ্ধে। আর সেই মর্মেই চলেছে মামলা। যার জেরে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা।
ওই ৩ কর্মী আলাদা আলাদা মামলা জারি করে মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে । প্রসঙ্গত, ২০১৫ সাল থেকে বাংলাদেশের রেভেনিউ অথারিটির একটি মামলাও ঘিরে বিতর্কে রয়েছেন ইউনূস। সেই সময় কয়েক কোটি টাকার বকেয়া করের দায়ে মামলা দায়ের হয় ইউনূসের বিরুদ্ধে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.