Header Ads

মেঘালয়ের শেলা কেন্দ্রের দখল ধরে রাখল আঞ্চলিক দল ইউনাইটেড ডেমোক্র্যাটিক পার্টি

ছবি- লাজিয়েদ কুপার সিনরেম।
ননী গোপাল ঘোষ : মেঘালয়ের শেলার কেন্দ্র থেকে টানা সাতবার জয়ী হয়েছিলেন ডাঃ ডনকুপার রয়। এবার প্রথমবারের মতো বাবার রেখে যাওয়া আসনে প্রতিদ্বন্দ্বীতা করে বিপুল ভোটে জয়ী হলেন ডাঃ ডনকুপারের ছেলে ইউনাইটেড ডেমোক্র্যাটিক পার্টির ( ইউডিপি ) প্রার্থী বালাজিয়েদ কুপার সিনরেম।
বালাজিয়েদ হারালেন তাঁর নিকটতম নির্দল প্রার্থী গ্রেস মেরি খারপুরিকে। গ্রেস মেরি কংগ্রেসের টিকিট না পেয়ে বিক্ষুব্ধ হয়ে নির্দল প্রার্থী হিসাবে লড়েছিলেন উপনির্বাচনে। ডাঃ ডনকুপারের আকস্মিক মৃত্যুর জেরে হয় এই উপনির্বাচন। সহানুভূতির হাওয়ায় ভর করে ৬২১১ ভোটের ব্যবধানে জয়ী হন বালাজিয়েদ।
দুই জাতীয় দল কংগ্রেস ও বিজেপির বেহাল দশা এই নির্বাচনে। কংগ্রেস প্রার্থী জুটিয়েছেন ১৭১৫-টি ভোট। আর বিজেপির জসূয়া ওয়ারজ্রির ঝুলিতে গেছে মাত্র ৭৪২টি ভোট। আরেক আঞ্চলিক দল পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের (পিডিএফ) প্রার্থী মসজো রকফেলার ওয়ান্সওয়েট পেয়েছেন ৪৩২৭-টি ভোট। ভোট ময়দানে থাকা আরেক নির্দল কেমন লাইতমনের ঝুলিতে গেছে ৪৪৪-টি ভোট। ফলাফল প্রকাশের পর বৃষ্টি উপেক্ষা করে ইউডিপি সমর্থকদের দেখা গেছে উল্লাসে মেতে উঠতে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.