Header Ads

‘মমতা অসহযোগিতা করতে বলেন, আমি সহযোগিতা করি’, নারদে জেরার পর মুকুল !

বিশ্বদেব চট্টোপাধ্যায় : নারদা-কাণ্ডে মহালয়ার দিন মুকুল রায়কে টানা আড়াই ঘণ্টা জেরা করল সিবিআই। সূত্রের খবর মুকুল রায়কে ধৃত আইপিএস অফিসার মির্জার সঙ্গে বসিয়ে জেরা করা হয়। জেরার পর মুকুল রায় সিবিআই দফতর থেকে বেরিয়ে যথারীতি নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, যতবার আমাকে ডাকবে ততবার আসব।
মুকুল রায় বলেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা চান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে অসহযোগিতা করতে, আর আামি চাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করতে। যতদিন ডাকবে, যতবার ডাকবে সিবিআই, আমি হাজিরা দিতে প্রস্তুত। সমস্তরকম সহযোগিতা করব আমি। 
নারদকাণ্ডে মুকুল রায়কে শুক্রবার হাজিরার নোটিশ পাঠিয়ছিল সিবিআই। তিনি হাজিরা এড়িয়ে যান। শনিবার তাঁকে ফের তলব করে সিবিআই। সেইমতোই তাঁর হাজিরার পর জেরা শুরু হয়। মুকুল ঘনিষ্ঠ আইপিএস অফিসার মির্জার সঙ্গে বসিয়ে তাঁকে জেরা করার পরিকল্পনা করে সিবিআই। সেইমতো জেরা করা হয় বলে জানা গিয়েছে বিশেষ সূত্রে।
উল্লেখ্য, নারদকাণ্ডের সময়ে মুকুল রায় ছিলেন তৃণমূল নেতা। এখন তিনি বিজেপিতে। এহেন নেতাকে তলব করেছে সিবিআই। নারদের স্টিং অপারেশনের যে ভিডিও প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে নারদকর্তাকে মির্জার কাছে পাঠাচ্ছেন মুকুল রায়। আর সেই মির্জাকেই ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করে সিবিআই। এখন উভয়কেই জেরা করে সিবিআই কী তথ্য পায়, তার ভিত্তিতে কী পদক্ষেপ নেয় সিবিআই, তা নিয়েই চর্চা চলছে।
এদিকে নারদ-কাণ্ডে টাকা নিয়েছেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদার--মুকুলকে জেরার দিনেই বিস্ফোরক স্বীকারোক্তি !  নারদ-কাণ্ডে তিনি টাকা নিয়েছেন--নিজের মুখেই স্বীকার করলেন তৃণমূল সাংসদ। তিনি প্রকাশ্যেই বলে দিলেন, নারদ-কাণ্ডে তাঁকে য়ে টাকা নিতে দেখা গিয়েছিল, সেটা সত্যি ! তিনি টাকা নিয়েছিলেন। আর কেন তিনি টাকা নিয়েছিলেন, কী উদ্দেশ্যে সেই টাকা তাও এক বাক্যে জানিয়েছেন বারাসতের তৃণমূল সাংসদ কাকলি 
ঘোষদস্তিদার।
এর আগে তাঁকেও জেরা করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তদন্তকারীদের কাছে যা বলার তিনি বলেছিলেন। এবার তিনি প্রকাশ্যে মুখ খুললেন নারদ-কাণ্ড নিয়ে। কাকলিদেবী বলেন, নারদা-কাণ্ডে আমাকে টাকা নিতে দেখা গিয়েছে। আমি টাকা নিয়েছি। সেই টাকা নিয়েছি চাঁদা হিসেবে।
মহালয়ার দিন উত্তর ২৪ পরগনার হাসপাতালে ব্লাড ব্যাঙ্কের নতুন ভবন উদ্বোধন করতে এসেছিলেন কাকলি ঘোষদস্তিদার। সেখানে নারদা নিয়ে এক প্রশ্নের উত্তরে কাকলি ঘোষ দস্তিদার যে বিস্ফোরক মন্তব্য করলেন, তাতে অস্বস্তিতে পড়বে তৃণমূল নেতৃত্ব।
কাকলি দেবী এদিন বলেন, নারদ-কাণ্ড একটি চক্রান্ত। কিছু মানুষের বিরুদ্ধে একটা দল এই চক্রান্ত করেছে। আদালত এই ষড়যন্ত্র নিয়ে বিচার শুরু করেছে। তদন্ত চলছে। আমি এর বেশি বলতে পারব না। শুধু বলতে পারি আমি চাঁদা হিসেবে এই টাকা নিয়েছিলাম। তার বিল ও রিসিভ কপিও আমার কাছে আছে।
তিনি আরও বলেন, নির্বাচন লড়তে বিশ্বের সমস্ত রাজনৈতিক দলই চাঁদা নেয়। আমিও তাই করেছি। আমার কাছে সেই প্রমাণও রয়েছে। ইতিমধ্যে তা আমি জমা দিয়েছি। নির্বাচন কমিশনে জন্য যে চাঁদা নিয়েছিলাম, তা নির্বাচন কমিশনের কাছেও জানিয়ে দিয়েছিলাম আমি !

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.