রামানন্দ চট্টোপাধ্যায় : ৭৬-তম প্রয়াণ দিবস
বিশ্বদেব চট্টোপাধ্যায় : আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক (ভারতীয় সাংবাদিকতার জনক) রামানন্দ চট্টোপাধ্যায় বাঁকুড়ার পাঠকপাড়ায় ২৯.৫.১৮৬৫ সালে জন্মগ্রহণ করেন। বাঁকুড়া জেলা স্কুল থেকে ১৮৮৩ সালে এন্ট্রান্স, ১৮৮৫তে সেন্টজেভিয়ার্স কলেজ থেকে এফএ, ১৮৮৮তে সিটি কলেজ থেকে ইংরেজিতে অনার্স সহ বিএ এবং ১৮৯০ সালে এমএ পাশ করেন। ১৮৮৯ সালে তিনি ব্রাহ্মধর্মে দীক্ষিত হন। ১৮৯৩-৯৫ পর্যন্ত সিটি কলেজ, ৯৫-১৯০৫ পর্যন্ত এলাহাবাদ কায়স্থ পাঠশালা, ১৯২৪২৫ বিশ্বভারতী প্রভৃতির অধ্যাপক এবং অধ্যক্ষ ছিলেন। এমএ পরীক্ষার পর তিনি ‘ধর্মসিন্ধু’ পত্রিকা সম্পাদনা করেন। ১৮৯২ সালে ‘দাসী’ পত্রিকা প্রকাশিত হলে তিনি তাঁর সম্পাদক নিযুক্ত হন। ঐ সময়ে নিজস্ব বাংলা ব্রেইল প্রথার উদ্ভাবন করেন। ১৮৯৫ সালে জগদীশচন্দ্র বসুর সাহায্যে শিশুপত্রিকা ‘মুকুল’ প্রতিষ্ঠায় সমর্থ হন। শিবনাথ শাস্ত্রী ঐ পত্রিকার সম্পাদক নিযুক্ত হন। ১৮৯৭ সালে তিনি ‘প্রদীপ’ পত্রিকার সম্পাদক হন। এলাহাবাদ প্রবাসকালে ১৯০১ সালে বিখ্যাত মাসিক পত্রিকা ‘প্রবাসী’ প্রকাশ ও সম্পাদনা করেন। ১৯০৭ সালে প্রকাশ করেন ইংরেজি মাসিক পত্রিকা ‘মডার্ন রিভিয়্যু’। বাংলাভাষায় অর্থনীতি আলোচনার সূত্রপাত তিনিই প্রথম করেন। ১৯১০ সালে ব্রাহ্মসমাজের সাধারণ সম্পাদক এবং ১৯২২ সালে সাধারণ ব্রাহ্মসমাজের সভাপতি হন। ১৯২৬ সালে লীগ অব নেশনস্ কর্তৃক আমন্ত্রিত হয়ে ইউরোপ যান। ১৯২৩ সালে ও ১৯৩১ সালে এলাহাবাদে প্রবাসী বঙ্গ সাহিত্য সম্মেলনের মূল সভাপতি, এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের ফেলো এবং সেক্রেটারি, এডুকেশন রিফর্ম কমিটির সদস্য ছিলেন। জাতীয় স্বার্থ সংরক্ষণে প্রণোদিত তিনি এদেশের বহু বিখ্যাত ব্যক্তির সংগ্রাম ও সাধনার পোষকতা করেছেন তাঁর পত্রিকার মাধ্যমে। সাংবাদিক হিসেবে নির্ভীক নিরপেক্ষ এবং দৃঢ়চেতা ছিলেন। সাংবাদিকতার এই গুণের জন্য সরকারের কাছে তাঁকে বহুবার জরিমানা দিতে হয়েছে। সমসাময়িক রজিনৈতিক নেতা এবং রবীন্দ্রনাথ, আচার্য যদুনাথ সরকার প্রমুখ প্রায়ই নিজেদের করণীয় সম্পর্কে তাঁর পরামর্শ নিতেন। এমন কথাও অনেকে বলে থাকেন, রামানন্দ এবং তাঁর ‘প্রবাসী’ না থাকলে রবীন্দ্রনাথ সম্পূর্ণ রবীন্দ্রনাথ হয়ে উঠতে পারতেন না। খুব একটা অতিরঞ্জিত কথা নয় এটা। প্রতি ইংরেজি ও বাংলা মাসের ১লা তারিখ পত্রিকা প্রকাশের পদ্ধতি এবং ভারতীয় পদ্ধতি অনুসারে অঙ্কিত চিত্রকলার প্রকাশ তিনিই সর্বপ্রথম প্রচলন করেন। তাঁর রচিত উল্লেখযোগ্য রাজনৈতিক গ্রন্থ : Towards Home Rule. ১৯৪৩ সালের ৩০ সেপ্টেম্বর তিনি ইহলোক ত্যাগ করেন।
আজ এই অসামান্য প্রতিভাধর সাংবাদিক ও সম্পাদকের প্রয়াণদিবসে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি ও প্রণাম জানাই !









কোন মন্তব্য নেই