হিন্দিকে জাতীয় ভাষা করার অমিত শাহের প্রস্তাবের তীব্র বিরোধীতা দক্ষিণী লবির
নয়া ঠাহর প্রতিবেদন : শনিবার হিন্দি দিবসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, সারা দেশে একটা ভাষা হওয়া জরুরি। ভারত বহু ভাষাভাষী মানুষের দেশ, প্রতিটি ভাষারই নিজস্ব গুরুত্ব রয়েছে। এরপর, হিন্দিকে জাতীয় ভাষা হিসাবে ঘোষণা করার প্রস্তাব রাখেন অমিত শাহ।
অমিত শাহের এই প্রস্তাবের জেরে ক্ষুব্ধ দক্ষিণী লবি। দক্ষিণী লবি বরাবরই ভাষার প্রশ্নে সংবেদনশীল ও রক্ষণশীল। অমিত শাহের বক্তব্যের পর চটে লাল কেরলের মুখ্যমন্ত্রী ও সিপিএম পলিটব্যুরো সদস্য পিনারাই বিজয়ন ও তামিলনাড়ুর ডিএমকে দলের একদা সুপ্রিমো দ্রাবিড় রাজনীতির পুরোধা প্রয়াত করুণানিধির পুত্র এমকে স্ট্যালিন।
পিনারাই বিজয়ন ফেসবুকে লিখেছেন, হিন্দি সংখ্যাগরিষ্ঠ ভারতীয়ের মাতৃভাষা ভাষা নয়। যাঁদের মাতৃভাষা হিন্দি নয়, তাঁদের উপর হিন্দি চাপিয়ে দিলে তা হবে দাসত্বের সমান।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাঁদের বিরুদ্ধে যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছেন।
এমকে স্ট্যালিন বলেন, আন্না ( করুণানিধি) বলতেন, বেশিরভাগ মানুষ যে ভাষায় কথা বলেন, সেই ভাষাকেই যদি জাতীয় ভাষা করতে হয় তবে ময়ূরের বদলে কাককে জাতীয় পাখি হিসাবে ঘোষণা করতে হয়।
এর মধ্যেই দক্ষিণের অনেক জায়গায় স্টেশনের হিন্দি নামফলকে কালো কালি লেপে দেওয়া হয়েছে। বিজেপি অবশ্য এর মধ্যে রাজনীতির গন্ধ পাচ্ছে। এক বিজেপি মুখপাত্রের কথায়, সব ভাষারই গুরুত্ব রয়েছে, যাঁরা এইসব কথা বলছেন তাঁরা বিজেপি বিরোধীতায় হয়কে নয় করছেন।
কোন মন্তব্য নেই