Header Ads

নগরের পাণ্ডুর আমেরিকান কলোনিতে মহালয়ার দিনই মায়ের আবরণউন্মোচিত হলো




দেবযানী পাটিকার।নগরের পাণ্ডু স্থিত আমেরিকান কলোনিতে মহালয়ার দিনই  মা দুর্গার আবরণ উন্মোচন করা হয়।প্রতি বছর নব রাত্রির সময় পুজোর উন্মোচন করা হয়।এখানে রয়েছে মার স্থায়ী মন্দির।সেখানেই মার পুজো করা হয় এবারের পুজোর মার প্রতিমার আবরণ উন্মোচন করেন গুয়াহাটির রামকৃষ্ণ মিশন আশ্রমের স্বামী বিক্রমনন্দ মহারাজ ও গুয়াহাটি পৌরনিগমের কমিশনার দেবেশ্বর মালাকার। উল্লেখ্য যে পান্ডুর আমেরিকান কলোনিতে বিশেষ কোনো থিম নিয়ে পূজা হয়না সাবেকিয়ানা তেই মায়ের পুজো করা হয়। উদ্যোক্তাদের বক্তব্য সাবেকি পূজাই তো মায়ের আসল পুজো।তবে এখানে মণ্ডপ সজ্জার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে মণ্ডপ তৈরি করা হয়েছে।এর সাথে রয়েছে আকর্ষণীয় আলোকসজ্জা।


পুজোর সময় প্রতিদিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সুরক্ষার উপর বিশেষ নজর দিয়ে পুজো কমিটি অনেক স্বেচ্ছাসেবককে নিয়োগ করেছে। লাগানো হয়েছে সিসি ক্যামেরা , প্লাস্টিকের ও থারমো কলের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে পূজামণ্ডপে।পরিবেশ বান্ধব পূজার ওপর জোর দিয়েছে পুজো সমিতি।
 এদিনের উদ্বোধন অনুষ্ঠানে রাজ্য বাল ভবনের শিল্পীরা  নৃত্য পরিবেশন করেন।প্রতি বছর এই পুজো দেখতে লোকেরা ভিড় জমায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.