দিলীপ নয় মুকুলের পথে চললেই বাড়বে বিজেপি ! ২১-এ বিজয়ের লক্ষ্যে ভাগবতের বার্তা
বিশ্বদেব চট্টোপাধ্যায় : মুকুল রায় গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পর থেকেই রাজ্যে বাড়বাড়ন্ত শুরু হয়েছে বিজেপির। দলও বেড়ে চলেছে মুকুলের হাত ধরেই। তা নিয়ে বিতর্কও কম হয়নি। তৃণমূল ভাঙিয়ে কাদের দলে নেওয়া হবে, তা নিয়ে বিতর্ক রয়েছে বিজেপিতে। এরই মধ্যে আরএসএস প্রধান মোহন ভাগবত স্পষ্ট করে গেলেন বিজেপির ভবিষ্যৎ পন্থা।
হাওড়ার উলুবেড়িয়ায় দুদিনে সভায় অংশ নেন আরএসএস প্রধান। এবার মোহন ভাগবতও সমর্থন জানিয়ে গেলেন মুকুলের মতকেই। তিনি বলেন, যাঁরা আসছেন, তাঁদেরও স্বাগত জানাতে হবে দলে। এটাই সঙ্ঘের আদর্শ। তবে এখানে একটা শর্ত রয়েছে, যাঁরা দলে আসছেন, তাঁদের দলের অনুশাসন মেনে চলতে হবে। গেরুয়া শিবিরে যোগ দিয়ে তাঁদের অনুশাসনের মধ্যেই চলতে হবে।
তিনি সব সংগঠনকেই এক যোগে কাজ করার নির্দেশ দিয়েছেন এই সভা থেকে। তার পাশাপাশি সাংগঠনিক কাঠামো মজবুত করার পরামর্শ দেন তিনি। নব্য বিজেপিদের নিয়ে তাঁর বার্তা, দল বড় করতে অন্য দলের লোক নিতে হবে। তা না হলে দল বাড়বে না।
প্রকারান্তরে তিনি মুকুল রায়ের পথকেই সমর্থন করেন। অন্য দল থেকে বিজেপিতে আসা নেতা-নেত্রীদের নিয়ে নেতৃত্বের মধ্যে বিরোধ রয়েছে। মুকুল রায় দল বড় করতে সবার জন্য দরজা খোলার পক্ষপাতী। বিজেপি রাজ্য সভাপতি চান, এমন নেতা-নেত্রীরা আসুন, যাঁদের মুখ উজ্জ্বল। যদিও দিলীপ ঘোষও পরে মুকুল রায়ের মতকেই প্রাধান্য দেন।
উল্লেখ্য, বাংলা দখলের লক্ষ্য নিয়েছে এখন বিজেপির পাশাপাশি আরএসএসও। বিজেপিকে পরামর্শ দিচ্ছে বাংলায় সংগঠন বৃদ্ধির। ইতিমধ্যে এক মাসের মধ্যে আরএসএস প্রধান তিন তিনবার বাংলায় সভা করে গেলেন। আর প্রতিবারই বিজেপির রাজ্য নেতৃত্বের ক্লাস নিলেন তিনি। বুঝিয়ে দিলেন ভবিষ্যৎ চলার পথ।









কোন মন্তব্য নেই