Header Ads

গুয়াহাটি থেকে ব্যাংকক বিশেষ বিমান যাত্রা শুভারম্ভ করেন মুখ্যমন্ত্রী



নয়া ঠাহর প্রতিবেদন।  গুয়াহাটি থেকে ব্যাংককের nok এয়ারের বিশেষ বিমান যাত্রার শুভারম্ভ করেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনওয়াল। শুক্রবার গভীর রাত ,১.৩০মিনিটে এই বিমাম যাত্রার শুভরাম্ভ করেন মূখ্যমন্ত্রী  ।এবার কম খরচে ব্যাংকক যাত্রা করতে পারা যাবে । বিমানটির উদঘাটন করে সর্বানন্দ সোনোয়াল বলেন যে গুয়াহাটি থেকে  এই বিমান সেবার ফলে ফলে রাজ্যে শিক্ষা ,স্বাস্থ্য ,অর্থনীতি ও সাংস্কৃতিক পর্যটনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করবে বলে আশা করা যাচ্ছে  লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্ত:রাষ্ট্রীয় বিমানবন্দর থেকে এবার আর বেশি দূর নয় ব্যাংকক অতি কম দামে সফর করতে পারা যাবে। শনিবার গভীর রাত ১.৩০ এর সময় গোপীনাথ বরদলৈ আন্তরাষ্ট্রীয় বিমান থেকে ব্যাংকক পর্যন্ত সরাসরিভাবে প্রথম বার  বিমান চলাচল শুরু হয়।Nok-AIR নামেরএক বেসরকারি প্রতিষ্ঠান দ্বারা এই বিমান চলাচল করা হবে।  এর আগে বরঝার বিমানবন্দর থেকে ব্যাংককে শাকসবজি-ফলমূল রপ্তানি করা হতো কিন্তু এখন থেকে গুয়াহাটি থেকে ব্যাংককে আপনিও যাত্রা করতে পারবেন। প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শনিবার রাত ১.৪০মিনিটে গুয়াহাটি থেকে DD/4117 নাম্বারের বিমান যাত্রা শুরু করবে গুয়াহাটি থেকে আর ব্যাংককে গিয়ে এ যাত্রার শেষ হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.