তুমি মস্তান হলে, আমি ডন, বললেন অনুব্রত !
বিশ্বদেব চট্টোপাধ্যায় : পুলিশ বিজেপির অবরোধ তুলতে না পারলে রাস্তায় নামবে তৃণমূল। এদিন লাভপুরের সভা থেকে এমনটাই হুঁশিয়ারি দিলেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। পাশাপাশি তিনি দাবি করেন তৃণমূল সত্যি কথা বলে। বিজেপির উদ্দেশে নাম না করে বলেন, তারা মস্তান হলে, তিনি ডন। বিজেপির পাল্টা প্রশ্ন কেন তিনি নিরাপত্তারক্ষী নিয়ে ঘোরেন।
৩৪ বছরে লাভপুরের লাঘাটা ব্রিজ করতে পারেনি বামফ্রন্ট সরকার। জ্যোতিবাবু গিয়েছে, বুদ্ধদেব ভট্টাচার্য সরকার গিয়েছে, ৭০ বছরের কংগ্রেস গিয়েছে, লাঘাটf ব্রিজ হয়নি। কিন্তু তৃণমূল ৮ বছরে লাঘাটা ব্রিজ তৈরি করে দেখিয়ে দিয়েছে--বলেন অনুব্রত মণ্ডল। তিনি দাবি করেন, তৃণমূল সত্যি কথা বলে। তৃণমূল মানুষকে নিয়ে চলতে জানে বলেও দাবি করেন অনুব্রত মণ্ডল।
বীরভূমে যেখানে সেখানে বিজেপি পথ অবরোধ করছে বলে অভিযোগ করে হুঁশিয়ারিও দেন অনুব্রত। সোমবার জেলা মিটিং ডাকার কথা উল্লেখ করে অনুব্রত মণ্ডল বলেন, যদি প্রশাসন অবরোধ সরিয়ে না দেয়, তাহলে তৃণমূল তা সরিয়ে দেবে। তিনি বিজেপির উদ্দেশে বলেন, পেটের ভাত দাও, চাকরি দাও ভাল বাসব, আদর করব।
বিজেপির উদ্দেশে অনুব্রত মণ্ডল বলেন, যদি তারা ভেবে নেয়, তারা মস্তান আর অনুব্রত মণ্ডল কেউ নয়, তাহলে সেটা তাদের ভুল ধারনা। তিনি হলেন ডন। আর বিজেপি যদি মানুষ হয়, তাহলে তিনিও মানুষ। তিনি বলেন, জীবনে কাউকে ভয় পাননি তিনি। এখনও কাউকে ভয় পান না। উন্নয়ন করতেও তিনি পিছিয়ে যাবেন না।
অনুব্রত মণ্ডলের হুঁশিয়ারির পাল্টা দিয়েছে বিজেপিও। তারা বলেছে সৎসাহস থাকলে দলের কর্মীদের না পাঠিয়ে নিজে আসুন অনুব্রত মণ্ডল। পাশাপাশি তাদের প্রশ্ন উনি কেন এত নিরাপত্তা রক্ষী নিয়ে ঘোরেন।
কোন মন্তব্য নেই