শালিমার স্টেশনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কংক্রিটের শেড, চাপা পড়ে গেলেন কর্মীরা
বিশ্বদেব চট্টোপাধ্যায় : শালিমার স্টেশনে ভেঙে পড়ল নির্মীয়মাণ শেড। শেড ভেঙে আহত হলেন ছ-জন। আহতদের মধ্যে চার-জনের অবস্থা আশঙ্কাজনক। সাঁতরাগাছি-বারুইপুরের পর এবার শালিমার স্টেশনে ঘটল এই ধরনের ঘটনা। শেডের নীচে তখন বসেছিলেন বেশ কয়েকজন। কয়েকজন পালাতে সক্ষম হলেও, অনেকে আটকে পড়েন। তাদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে।
এই ঘটনার পরই রেল পুলিশের পাশাপাশি হাওড়া পুলিশ কমিশানরেটের পক্ষ থেকেও উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়েন পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা। ঘটনার পরই রেলের আধিকারিকরা ঘটনাস্থলে এসে পৌঁছন। রেল আধিকারিকরা খতিয়ে দেখছেন শেড ভেঙে পড়ার কী কারণ। শেড ভেঙে বিদ্যুতের খুঁটিও গুঁড়িয়ে যায়। বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। অনেক বাইক, সাইকেল চাপা পড়ে যায়। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে উপস্থিত জনতার মধ্যে। এই শেডটি ভেঙে পড়ার সময় অনেক মানুষই উপস্থিত ছিল আশেপাশে। ছ-জন কর্মী কাজ করছিল নীচে। তাদের মধ্যে তিনজন আটকে পড়ে, একজন ধাক্কা লেগে ছিটকে পড়ে। তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।









কোন মন্তব্য নেই