Header Ads

শিলচরে সংস্কৃত সপ্তাহ পালন

নয়া ঠাহর প্রতিবেদন, শিলচর : 'সংস্কৃত সপ্তাহ' উপলক্ষে সংস্কৃত ভারতীর  পক্ষ থেকে রবিবার শিলচরের হাসি খুশি ভবনে এক প্রতিযোগীতা মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংস্কৃত শ্লোক প্রতিযোগীতায় পাঁচটি বিভাগ ও সংস্কৃত গীত প্রতিযোগীতায় দুটি বিভাগে কাছাড় জেলার বিভিন্ন স্কুল কলেজের দুই শতাধিক প্রতিযোগীরা অংশ গ্রহন করে। প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের একটি করে স্মারক ও শংসা পত্র প্রদান করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের বিভাগীয় প্রধান ডঃ শান্তি পোখরাল, শিলচর মহিলা মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ ডঃ শঙ্কর ভট্টাচার্য, বরিষ্ট সংঘ প্রচারক শশীকান্ত চৌথাইওয়ালে, ডঃ গোবিন্দ শর্মা, ডঃ সন্ধানী নাথ, শিক্ষক অর্জুন নাথ সহ অন্যরা।

No comments

Powered by Blogger.