Header Ads

উত্তর পূর্বাঞ্চলের কোনও অধিকার খর্ব না করে কেন্দ্র ক্যাব আনবে বলে জানালেন নাডার আহ্বায়ক হিমন্ত বিশ্ব শর্মা

 অমল গুপ্ত, গুয়াহাটিঃ

অসমে এনআরসি তালিকা থেকে লাখ লাখ হিন্দু বাঙালির নাম বাদ পড়েছে, তাদের স্বার্থে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সোমবার বিজেপির আগের স্থিতি অনুযায়ী ২০১৪ সালের ৩১ ডিসেম্বরকে কাট অফ ইয়ার করে নাগরিকত্ব সংশোধনী বিল পাস করা হবে বলে ঘোষণা করলেন। নাড়ার আহ্বায়ক হিমন্ত বিশ্ব শর্মা পরে সাংবাদিক  সম্মেলন ডেকে জানালেন ৮ রাজ্যের মুখ্যমন্ত্রীর সহমতের ভিত্তিতে বিল টি গ্রহণ করার কথা বলেছন অমিত শাহ। তিনি বলেছেন বিলটি গৃহীত হলে উত্তরপূর্বাঞ্চলের কোনও অধিকার খর্ব হবে না। 

ইনার লাইন পারমিট, ৩৭১ এর সাংবিধানিক সুযোগ সুবিধা,সব অক্ষুন্ন থাকবে। এই বিল বাস্তবায়িত হওয়ার পর সুযোগ লাভ করা মানুষ অসম ছাড়া  উত্তরপূর্বাঞ্চলের রাজ্যে গিয়ে জমি কিনতে পারবে না। ৮ রাজ্যের মুখ্যমন্ত্রী অনেক প্রশ্নের পর প্রাথমিক ভাবে মেনে নিয়ে বলেছেন রাজ্যে ফিরে গিয়ে সবার সঙ্গে আলোচনা করে, আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে আলোচনা করতে চান। অমিত শাহ জবাবে বলেছেন - উত্তরপূর্বাঞ্চলের মানুষের বিরুদ্ধে কেন্দ্র যাবে না। এর জন্যে যে কোনও    আইন সংশোধন করতে রাজি আছে। নাডার বৈঠকে আজ শরিক দল অগপ এনআরসি- র বিরোধিতা করে এক ত্রুটিমুক্ত এনআরসি দাবি করে রিভেরিফিকেশন করার আর্জি জানান। তিনি ক্যাব নিয়ে একটি কথা বলেন নি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.