মুসলিম রাষ্ট্র মালয়েশিয়ায় ১৯৩০ থেকে হয়ে চলেছে দুর্গা পূজা, বিশ্বের ১৫০ টি যায়গায় পালিত হয় এই উৎসব
বিশ্বদেব চট্টোপাধ্যায় : দুর্গা পূজা শুধু ভারতেই না বিশ্বের অনেক দেশেই পালিত হয়। এছাড়াও বিশ্বের মুসলিম প্রধান দেশ যেমন মালয়েশিয়া, বাংলাদেশেও পালিত হয় দুর্গা উৎসব। নয় দিনের এই পবিত্র উৎসব (নবরাত্রি) আজ রবিবার থেকে শুরু হচ্ছে। এই উৎসব গোটা দেশে খুবই উদ্দীপনার সাথে পালিত হয়। একবার দেখে নেওয়া যাক এই দুর্গা পূজার গুরুত্ব ভারতের বাইরে ঠিক কতটা? আর কোন কোন দেশে এই উৎসব পালিত হয় ।
শক্তির দেবী মা দুর্গার পূজা আজ শুধু ভারতেই না, গোটা বিশ্বে হয়। ভারত আর বাংলাদেশ সহ ৩৬ টি দেশের ১৫০ এর বেশি জায়গায় এই উৎসব পালিত হয়। আমেরিকা, ইউরোপ আর আফ্রিকাতে দুর্গা পূজা প্রায় ৫০ বছর আগেই শুরু হয়ে গিয়েছিল। আর মুসলিম রাষ্ট্র মালয়শিয়া ১৯৫২ সাল থেকেই এই উৎসব পালন করে আসছে। মালয়েশিয়ার বাঙালি অ্যাসোসিয়েশন এই পূজা শুরু করেছিল। যদিও ওই দেশের বাঙালিরা ১৯৩০ থেকেই কালি পূজা করে আসছে।
১৯৬০-১৯৭০ সাল থেকে আমেরিকা আর ব্রিটেনের বিভিন্ন জায়গায় মায়ের পূজা হয়ে আসছে। বিদেশে দুর্গা পূজা বাঙালি হিন্দুরা পালন করে থাকেন। যদিও কিছু বাঙালি মুসলিমও এই উৎসবে অংশ নেন। বাংলাদেশের রাজধানী ঢাকায় ঢাকেশ্বরী মাতার পূজা সনাতনী হিন্দুদের বিশেষভাবে আকর্ষিত করে। নেপালে এই উৎসবকে ‘দশিন” রূপে পালন করা হয়। আমেরিকাতেও বাঙালিরা এই উৎসব পালন করেন। ২০০০ সালের সেপ্টেম্বর মাস থেকে হিউস্টন আর টেক্সাসে দুর্গা পূজা শুরু হয়েছে। প্রবাসী বাঙালিরা হংকং-এও দুর্গা পূজা পালন করে। ইউরোপের অনেক দেশেই বাঙালির সেরা উৎসব দুর্গাপূজা পালিত হয়। দুর্গা মূর্তি সাধারণতঃ ভারত থেকেই বিদেশে পাঠানো হয়।
জার্মানিতেও বাঙালির সেরা উৎসব দুর্গাপূজা পালিত হয়। সুইজারল্যান্ড এবং ইউরোপের অন্যান্য কয়েকটি দেশে ২০০৩ থেকে দুর্গাপূজা পালিত হয়ে আসছে। এছাড়াও নেদারল্যান্ডের কয়েকটি শহরে দুর্গাপূজা পালন হয়। নেপালে দুর্গাপূজাকে ‘দশিন” বলা হয়। সেখানে দশ দিন ধরে এই উৎসব চলে।









কোন মন্তব্য নেই