Header Ads

বদরপুর টাউন কমিটির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, শিলচর থেকে প্রকাশিত এক দৈনিক প্রত্রিকার

নয়া ঠাহর প্রতিবেদন, বদরপুর : বদরপুর টাউন কমিটির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ সম্প্রতি একটি খবর প্রকাশিত হয়েছে শিলচরের এক দৈনিকে। বদরপুর টাউন কমিটি দুর্নীতির আখরায় পরিণত হয়েছে ইত্যাদি অভিযোগের পাশাপাশি একটি সচেতন মহলের উদ্বৃতি দিয়ে যে সংবাদ প্রকাশ হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দেন বদরপুর টাউন কমিটির চেয়ারমেন দীপঙ্কর রায় কর্মকার। গতকাল টাউন কমিটির কার্যালয়ে সাংবাদিকদের ডেকে দীপঙ্কর রায় জানান, গত ১৯ আগস্ট, শিলচর থেকে প্রকাশিত একটি দৈনিকে এই অভিযোগ সংক্রান্ত খবরটি পড়ে তিনি মর্মাহত হয়েছেন। কারণ সংবাদটিতে আরও বলা হয়েছে যে, শহরের টেক্স কালেকশন করে নাকি দশ লক্ষ টাকা হাপিস করা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া একটা খবর। 
তাছাড়া তিনি বলেন গত মার্চ মাসে যে অডিট হয়েছে সেখানে হিসাবে কোনও গড়মিল ধরা পড়েনি। তিনি জানতে চান টেক্স কালেকশনের টাকা হাপিসের কথাটা কোন সচেতন মহলের অভিযোগ এবং অভিযোগকারী সেই সম্মানিত সচেতন মহল বা সেই সচেতন নাগরিকের নামই বা সংবাদে প্রকাশ করলেন না কেন? দীপঙ্কর বাবু স্পষ্ট ভাবে বলেন যে, এই সংবাদটি শহরের জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানো ছাড়া আর কিছু না। তাছাড়া তিনি অনুরোধ করে বলেন যে, টাউন কমিটির পক্ষে বা বিপক্ষে কোন সংবাদ প্রকাশ করার আগে চেয়ারমেনের মতামতটা ও যেন সঙ্গে প্রকাশ করা হয়। উল্লেখ্য, গতকালের এই সাংবাদিক বৈঠকে দীপঙ্কর রায় কর্মকারের সঙ্গে টাউন কমিটির বড়বাবু সহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.