নেহেরুর দেশকে হিন্দুত্ববাদীরা কব্জা করে নিয়েছে, ভারতের পরমাণু শক্তির উপর সকলে নজর দিন : ইমরান খান
বিশ্বদেব চট্টোপাধ্যায় : পাকিস্তানের প্রধানমন্ত্রীর হিন্দু ফোবিয়া হয়ে গেছে। একটানা টুইটে নরেন্দ্র মোদি বা বিজেপির জন্য “হিন্দু আধিপত্যবাদী”র মতো শব্দের প্রয়োগ এই ব্যাপারটিকে প্রকাশ করছে যে পাক প্রধানমন্ত্রী জম্মু- কাশ্মীর ইস্যুতে শুধু হিন্দুত্ববাদ দেখতে পাচ্ছেন। ইমরান একটির পর একটি করে মোট চারটি টুইট করেন এবং ভারত সরকার, মোদী ও হিন্দুদের নিয়ে আপত্তিজনক মন্তব্য করেন। ইমরান খান লেখেন যেমন জার্মানিকে নাজীরা কব্জা করে নিয়েছিল, ঠিক তেমনি “ফাসিস্ট, রেসিস্ট ও হিন্দুত্ববাদী নেতৃত্ব ভারতকে কব্জা করে নিয়েছে।
জম্মু কাশ্মীরকে "ভারত অধিকৃত” বলে উনি দাবি করেন যে সেখানে ৯০ লাখ কাশ্মীরিকে দু’সপ্তাহ ধরে নজরবন্দি অবস্থায় রাখা হয়েছে। ইমরান লেখেন যে এখনি সংযুক্ত রাষ্ট্রকে জনিয়ে নিজেদের প্রতিনিধিদের সেখানে পাঠিয়ে দেওয়া উচিত। ভারতের রাষ্ট্রপিতা (গান্ধী) ও প্রথম প্রধানমন্ত্রীর (নেহরু) উল্লেখ করে ইমরান খান বলেন যে ” এই হিন্দু আধিপত্যবাদীদের” জন্য শুধু ভারতের সংখ্যালঘুদের আর পাকিস্তানেরই বিপদ নয় বরং গান্ধী-নেহেরু যে ভারতের কাঠামো তৈরি করেছিলেন, সেই কাঠামোর ভেঙে ফেলার জন্য এরাই উঠেপড়ে লেগেছে।
ইমরান খান লেখেন, গুগল সার্চ করে জানা যেতে পারে যে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ এবং নাজীর গণহত্যার মতাদর্শের মধ্যে কি মিল আছে। উনি দাবি করেন যে ৪০ লাখ ভারতীয় মুসলিম পুলিশের হেফাজতে আছে এবং তাদের বিভিন্ন ক্যাম্পে রাখা হয়েছে। ইমরান অনুযায়ী এই মুসলিমদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে। যদিও তিনি তার এই মিথ্যে দাবিকে প্রমান করার জন্য তথ্য-প্রমাণ পেশ করেননি।
ইমরান খান লেখেন, ” বিশ্বের সবাইকে এটি অবশ্যই ভেবে দেখা উচিত। আরএসএস এর ‘গুণ্ডা’ খোলাখুলি ভাবে হিংসা ছড়াচ্ছে। জিন এখন বোতল থেকে বাইরে এসে গেছে। যদি বিশ্ব সম্প্রদায় সময় থাকতে কোনো পদক্ষেপ না নেয় তবে গণহত্যা ও ঘৃণার এই রাজনীতি ছড়াতেই থাকবে।” ভারতের পরমাণু শক্তি নিয়ে ভীত ইমরান বিশ্ব সম্প্রদায়ের কাছে আবেদন করেন যে ভারতের পরমাণু শক্তি “হিন্দু আধিপত্যবাদীদের” কব্জায় আছে, তাই এই বিষয়ে নজর দেওয়া হোক।
ইমরান খান এর আগেও আরএসএস ও হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন। এর আগে ইমরান লিখেছিলেন, যে কাশ্মীরে কারফিউ জারি আছে এবং জনগণের উপর ক্র্যাকডাউন করা হচ্ছে। আর্থিক খারাপ পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করা ইসলামিক দেশের প্রধানমন্ত্রী লিখেছেন ভারত সরকার জম্মু কাশ্মীরের ভৌগোলিক পরিস্থিতিকে বলপূর্বক বদলাতে চাইছেন। উনি প্রশ্ন করেছিলেন ” বিশ্বের সবাই কি শুধু দেখতেই থাকবে আর সমর্থন করতে থাকবে, যেমন মিউনিখে হিটলারের কার্যকালে হয়েছিল?”
কোন মন্তব্য নেই