Header Ads

২৫ হাজার টাকা ডিম, ২৫৭ বস্তা চাল গায়েব, চুঁচুড়ার স্কুলে মিডডে মিল-এ শুধু নুন-ভাত, গর্জে উঠলেন লকেট

বিশ্বদেব চট্টোপাধ্যায় : স্কুলে ঢোকবার মুখেই যে বোর্ড , তাতে লেখা রয়েছে ' মেন্যু -- ফ্যান ভাত ও নুন'। আর সেটাই দিনের পর দিন স্কুল পড়ুয়ারা খেয়ে চলেছে। এই ছবি হুগলির অন্যতম নামী স্কুল, চুঁচুড়া বালিকা বাণী মন্দিরের। এদিন ঘটনার খবর পেয়েই সেখানে পৌঁছে যান স্থানীয় সাংসদ লকেট চট্টোপাধ্যায়। স্কুলে গিয়ে ঘটনা নিজের চোখে দেখে ক্ষোভে ফেটে পড়েন তিনি। অভিযোগ তোলেন তৃণমূল শাসকের দুর্নীতির।
লকেট চট্টোপাধ্যায় এদিন অভিযোগ করেন, স্কুলের তরফে ২৫ হাজার টাকার ডিম কেনা হয়েছে । কেনা হয়েছে ২৫৭ বস্তা চাল। কিন্তু তার পরও স্কুল ছাত্রীরা স্কুলে এসে মিড ডে মিলের খাওয়াার হিসাবে পাচ্ছে শুধু নুন আর ভাত। আর এই খবর হুগলির সাংসদ তথা বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের কাছে পৌঁছতেই তিনি ক্ষোভে গর্জে ওঠেন। বিজেপি সাংসদের অভিযোগ কয়েক মাস ধরে চলা এই দুর্নীতির নেপথ্য়ে রয়েছেন হুগলির জেলা তৃণমূলের নেতারা।
এদিন চুঁচুড়ার বালিকা বাণী মন্দির স্কুলে মিড ডে মিল নিয়ে এমন দুর্নীতির খবর পেতেই পৌঁছে যান এলাকার সাংসদ লকেট চট্টোপাধ্য়ায়। আর সেখানে যেতেই তিনি দেখেন স্কুলের বোর্ডে লেখা রয়েছে মিড ডে মিলে আজ কেবলমাত্র রয়েছে নুন আর ভাত। ঘটনা দেখেই লকেট চট্টোপাধ্যায় যোগাযোগ করতে চান জেলা শাসকের সঙ্গে। তিনি জেলায় না থাকায়, হুগলির এডিএম এর সঙ্গে কথা বলে ঘটনার তদন্তের দাবি করেন বিজেপি সাংসদ।
গোটা ঘটনা ঘিরে বার বার নাম উঠে আসছে হুগলি পৌরসভার চেয়ারম্যান গৌরীকান্ত মুখোপাধ্যায়ের। বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের অভিযোগ স্কুলের নামে বিভিন্ন খাবারের সামগ্রী কিনে সেই সমস্ত নিয়ে নেপথ্যে বড়সড় দুর্নীতি চালাচ্ছেন এই তৃণমূল নেতা। তিনি কোনও মতেই স্কুলের জন্য নতুন প্রধান শিক্ষিকার পদও পূরণ করতে দিচ্ছেন না বলে দাবি করেছেন লকেট চট্টোপাধ্যায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.