Header Ads

তিনদিনের চিন সফরে গেলেন ভারতের বিদেশমন্ত্ৰী এস জয়শঙ্কর

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ রবিবার তিনদিনের চিন সফরে গেলেন বিদেশমন্ত্ৰী এস জয়শঙ্কর। নরেন্দ্ৰ মোদির দ্বিতীয় দফা ক্ষমতায় আসার পরে এই প্ৰথম ভারতের বিদেশমন্ত্ৰী চিন সফরে যাচ্ছেন। চিনের বিদেশমন্ত্ৰীর সঙ্গে আগামীকার বৈঠক করবেন তিনি। কাশ্মীর প্ৰসঙ্গ নিয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। এর আগে পাক বিদেশমন্ত্ৰী চিনে গিয়ে ভারতের বিরুদ্ধে নালিশ জানিয়ে এসেছেন।

চিনের নেতাদের সঙ্গে বেশ কয়েকটি বিষয় নিয়ে কেন্দ্ৰীয় বিদেশমন্ত্ৰী এস জয়শঙ্কর আলোচনায় বসবেন বলে জানা গিয়েছে। তবে তিনি কার কার সঙ্গে দেখা করবেন তা এখনও সরকারীভাবে জানানো হয়নি।  চলতি বছরের শেষে চিনের প্ৰেসিডেন্ট শি জিনপিং-এর ভারত সফরের সব ব্যবস্থা ঠিকঠাক করে ফিরবেন বলে জানা গিয়েছে।

এর আগে তিনি কূটনীতিক হিসেবে ২০০৯ থেকে ১৩ সাল পৰ্যন্ত চিনে ছিলেন। ভারতীয় কূটনীতিকদের মধ্যে তিনিই সবচেয়ে বেশি দিন কাজ করেছেন। চিনের বিদেশমন্ত্ৰী ওয়াং ই-র সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠক হবে বলে জানা গিয়েছে।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.