৩৭০ বাতিলের পর এবার পক দখলের পালা, পক ভারতের হাতে এলে বদলে যাবে এশিয়ার খেলা
বিশ্বদেব চট্টোপাধ্যায় : ভারত কাশ্মীর থেকে ধারা ৩৭০ সমাপ্ত করে দিয়েছে আর কাশ্মীরকে সাধারণ রাজ্য বানিয়ে দিয়েছে, কাশ্মীর এখন কেন্দ্রশাসিত প্রদেশ রাজ্য। এবার ভারতের জন্য পরবর্তী টার্গেট পাকিস্তান অধিকৃত কাশ্মীর হওয়া উচিত, যা পক নামে পরিচিত। পক জম্মু কাশ্মীরের অংশ যার উপর জওহরলাল নেহেরুর সৌজন্যে পাকিস্তানের কবজায় রয়ে গেছে। ভারতের সংসদ পক এর জন্য আগেই একটি প্রস্তাব পাশ করিয়েছে। সেই অনুযায়ী পক ভারতের অভিন্ন অঙ্গ যার উপর পাকিস্তানের দখল আছে।
পক পাকিস্তানের এলাকা নয় আর না পাকিস্তানের কোনো রাজ্য, এটি ভারতের এলাকা। আর ভারতের সংসদ এটাকে নিজেদের ভূখণ্ড বলে মেনেছে এবং প্রস্তাবও পাশ করেছে। পক কে ভারতের সঙ্গে যুক্ত করা নিয়ে দেশ এবার কাজ করে যাবে। অমিত শাহ পক কে ভারতের সাথে যুক্ত করার ইঙ্গিতও দিয়েছেন। পক কে যদি আবার ভারতের সাথে যুক্ত করা যায় তবে অনেক লাভ হবে। পক ভারতের সঙ্গে যুক্ত হলে ভারতের আফগানিস্তান থেকে সরাসরি বর্ডার হয়ে যাবে। হ্যাঁ, পোক-এর অংশ আফগানিস্তানের বর্ডারের সাথে মিলিত হয় যেটিকে ম্যাপে দেখা যায়।
পক ভারতের হাতে এলে আফগানিস্থান এর সাথে ভারতের বর্ডার মিলে যাবে। তবে শুধু এটাই নয় চীন ও পাকিস্তানের জমির বর্ডারও লুপ্ত হয়ে যাবে। চীনের প্রকল্প বন্ধ হয়ে যাবে যাকে তারা চীন পাকিস্তান করিডোর বলে। আর এর ফলে ভারতের দারুন লাভ হবে, কারণ পাকিস্তান ও চীনের বর্ডারের অস্তিত্ব লুপ্ত হয়ে যাবে। এখানে এক ঢিলে ২ পাখি মারা যাবে।
আফগানিস্তানের সঙ্গে ভারতের বর্ডার হয়ে গেলে আমেরিকার সাথেও ভালো ডিল করা যেতে পারত। ভারত আমেরিকাকে তখন অফার দিতে পারবে যে সে আফগানিস্তানে আমেরিকার সাহায্য করবে। তখন আমেরিকার সাথে পাকিস্তানের সম্পর্ক না থাকার সমান হয়ে যাবে। এখন কিছু ক্ষেত্রে আমেরিকা পাকিস্তানের সাহায্য নেয়, পক ভারতের হাতে এলে ভারত সাহায্যের হাত বাড়িয়ে কূটনীতি করতে পারবে। পক ভারতের জন্য অত্যন্ত জরুরি, আর ভারত যদি আবার এটা ফিরিয়ে নিতে পারে তবে দক্ষিণ এশিয়ার পুরো খেলাই পাল্টে যাবে।
কোন মন্তব্য নেই