Header Ads

ভাবছেন মমতা--তিন তালাক বিল পাস ও কাশ্মীর ‘পুনর্গঠনে’র পর ভাবাচ্ছে পরিস্থিতি !!

বিশ্বদেব চট্টোপাধ্যায়

কাশ্মীরের ৩৭০ ও ৩৫এ ধারা বাতিল করে বিশেষ মর্যাদা কেড়ে নিয়েছে কেন্দ্র। জম্মু-কাশ্মীর রাজ্য ভেঙে রূপান্তরিত হয়েছে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে। এই অবস্থার পরও আশ্চর্যজনকভাবে নীরব মমতা বন্দ্যোপাধ্যায় ! 
 
 
 
প্রধানমন্ত্রীর কুর্সিতে নরেন্দ্র মোদী দ্বিতীয়বার বসার পর আর সেভাবে সরব হচ্ছেন না মমতা ! মমতার এই পরিবর্তনের নেপথ্যে কি প্রশান্ত কিশোরর কৌশল?
অবধারিত এই প্রশ্নটা উঠে পড়েছে আবারও। কেননা তিন তালাক বিল পাসের পরও সে অর্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আর এদিন কাশ্মীর ভেঙে ছত্রখান হওয়ার পরও আশ্চর্যজনকভাবে নীরব থেকেছেন মমতা ! যেটুকু প্রতিবাদ রাজ্যসভায় করেছেন দলনেতা ডেরেক ও'ব্রায়েন। তাও কংগ্রেসের নেতৃত্বে বিক্ষোভে তিনি সামিল হয়েছেন--এটুকুই।
একের পর এক এই বিরাট কাণ্ড ঘটে যাওয়ার পরও কেন মমতা বন্দ্যোপাধ্যায় নীরব, তা নিয়ে চর্চা শুরু হয়েছে। আগে কোনও বিষয় নিয়েই এতটা নিস্পৃহ দেখা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে। বরং আঞ্চলিক দলের নেত্রী হওয়া সত্ত্বেও তিনিই বিরোধী মুখে হয়ে উঠেছেন বারবার। নোট বাতিল হোক বা জিএসটি, সর্বত্রই মোদী সরকারের সমালোচনায় সবার আগে থেকেছেন তিনি।
কিন্তু মোদী সরকারের দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর মমতাকে সে অর্থে সরব হতে দেখা যাচ্ছে না। তবে কি তিনি লোকসভায় বিপর্যয়ের পর ২০২১ বিধানসভা নির্বাচনকেই পাখির চোখ করে মোদী সরকারে সমালোচনায় মুখ বন্ধ রেখেছেন। ভোট কৌশলী প্রশান্ত কিশোরের কথা শুনেই তিনি দিল্লির দিকে নজর না দিয়ে বাংলাকেই নয়নমণি করেছেন?
যাই হোক মমতার এই পরিবর্তন যে রাজ্যের শাসক দলের ভোট কৌশলী হিসেবে প্রশান্ত কিশোরের নিয়োগের পর, তা নিয়ে কোনও দ্বিমত নেই। তবে তা কতখানি ফলপ্রসূ হয় মমতার লক্ষ্যপূরণে, তা ভবিষ্যৎই বলবে। আপাতত মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের ভার তাঁর দলের সাংসদদের দিয়ে তিনি নিজে ব্যস্ত রাজ্য নিয়ে !

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.