বন মহোৎসব শুরু , বন ধংস চলছেইi
নয়া ঠাহর প্রতিবেদন ,গুয়াহাটি।ঢাক ঢোল বাজিয়ে অসমে আজ থেকে বন মহোৎসব শুরু হয়েছে ।বন মন্ত্রী পরিমল শুক্ল বৈদ্য এক অনুষ্ঠানে বন মহোৎসব এর তাৎপর্য ব্যাখ্যা করেন, ব্যাপক হারে গাছ রোপনের পরামর্শ দেন। আজ নানা স্থানে গাছ রোপণ করা হয়। সরকারি তথ্যে ব্যাপক বণ ধংসের ছবি ধরা পড়েছে।বিধানসভায় বিধায়ক পদ্ম হাজারিকার এক সংকল্প প্রস্তাবের জবাবে বন মন্ত্রী জানান,অসমে ৩১২ টি সংরক্ষিত বনাঞ্চল আছে , মোট এলাকা হচ্ছে ১৩,৫৪ ৪৬৭,৬২ হেক্টর, তারমধ্যে ৩,৭৩,৮৭৬,৯৫ হেক্টর বনভূমি বেদখল হয়েছে। ৫ টি রাষ্ট্রীয় উদ্যান আছে। এলাকা হচ্ছে ১,৯৭,৮২৬,০০ হেক্টর এবং ১৮ টি অভিয়ারণ্য আছে, তার জমির পরিমান ১,৮৭,০০৮,১০ হেক্টর তার যথাক্রমে ৩,৯৭১,০০ হেক্টর এবং ১০ ,০৩৭,৫০ হেক্টর বন ভুমি বেদখল হয়ে গেছে। অবাক করার কথা বন মন্ত্রী জানিয়েছেন, সং রক্ষিত বনাঞ্চলে৪৯৯ টি বন গাঁও আছে, মোট জমি হচ্ছে ৫৮৩,৩৫ বর্গ কিলো মিটার এবং জনসংখ্যা হচ্ছে ২,৩৪ ১১৩ জন। বিজেপি সরকার ২৫৯৬,২২৪ হেক্টর বন ভূমি বেদখল মুক্ত করা হয়েছে বলে দাবি করলেও গুয়াহাটি শহরের উপকণ্ঠে এক সংরক্ষিত বনাঞ্চলে বৃহৎ সিমেন্ট ফ্যাক্টরি রম রম করে চলছে। মহানগর এর বায়ু দূষণ প্রধান ভূমিকা গ্রহণ করেছে। ওই বনাঞ্চলের এক বিদ্যালয় গুঁড়িয়ে ফেলা হয়েছিল , কিন্তু সিমেন্ট ফ্যাক্টরি গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা কারও নেই, কারণ সবাই জানে।









কোন মন্তব্য নেই