বৃদ্ধাশ্রমে ঠাঁই নেওয়া লক্ষী সেনের ছেলের হুমকি মহিলা সমিতিকে
নয়া ঠাহর প্রতিবেদন, বদরপুরঃ এ যেন " উল্টা চোর কোতয়াল কো ডাঁটে।" বৃদ্ধাশ্রমে ঠাঁই নেয়া লক্ষী সেনকে ছেলেদের সংসারে ফিরিয়ে দিতে গিয়ে বদরপুরের মহিলা জাগরণ সমিতির সভানেতৃ শাশ্বতি চক্রবর্তীকে এ বিষয়ে নাক গলানোর জন্য মোবাইলে দস্তুর মত হুমকি দেওয়া হচ্ছে।
গত ২৪ জুন বদরপুরের আশী বছরের লক্ষী সেনকে ছেলেরা বাড়ি থেকে বের করে দেওয়ায় বারইগ্রাম বৃদ্ধাশ্রমে আশ্রয় নিতে হয়। এই অবস্থায় লক্ষীর সাহায্যে এগিয়ে আসে মহিলা জাগরণ সমিতি। সমিতির সদস্যারা লক্ষীর সঙ্গে বৃদ্ধাশ্রমে দেখা করে তাকে সুবিচার পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। সমিতির সভানেত্রী শাশ্বতি লক্ষীর মেয়েদের সঙ্গে ও কথা বলে মা কে তাঁদের কাছে নিয়ে রাখার অনুরোধ করলে তাঁরা নানা অজুহাত দেখিয়ে পাশ কাটায়। ৩০ জুন রাতে শাশ্বতির কাছে উপর্যুপরি কয়েকটা ফোন আসে। প্রতিটা ফোনেই তাকে ও পাস থেকে হুমকি দেওয়া হয়। লক্ষী সেনের বিষয়ে নাক গলালে পরিনাম ভাল হবে না। নিজের ভাল চাইলে এই বিষয়টাকে আর না ঘাটার পরামর্শ দেওয়া হয়। অবশ্য শাশ্বতি এতে ঘাবড়াননি। বৃদ্ধাশ্রমের সম্পাদক সাদিকুর রহমান কাজে বাইরে থাকায় আগামী বুধবারের আগে লক্ষীর পরিবারের বিরুদ্ধে মামলা করা সম্ভব হচ্ছে না। সাদিকুর ফিরে এলেই মামলা হবে, জানিয়েছেন শাশ্বতি।









কোন মন্তব্য নেই