পাকিস্তানে জেলবন্দি কুলভূষণ মামলায় ভারতের পক্ষেই রায় দিল আন্তৰ্জাতিক আদালত
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ
কুলভূষণ মামলায় বুধবার ভারতের পক্ষেই রায় দিল আন্তৰ্জাতিক আদালত। যাদবকে কনস্যুলার অ্যাক্সেস না দিয়ে পাকিস্তান ভিয়েনা চুক্তির শৰ্ত লঙ্ঘন করেছে বলে যে অভিযোগ নয়াদিল্লি করেছিল তাতে একমত দিয়েছে আন্তৰ্জাতিক আদালত(আইসিজে)। পাকিস্তানে জেলবন্দি কুলভূষণ যাদবকে খুব শীঘ্ৰই কনস্যুলার অ্যাক্সেস দেওয়ার নিৰ্দেশ দিয়েছে আন্তৰ্জাতিক আদালতের ১৬ সদস্যের বেঞ্চ।
ছবি, সৌঃ আন্তর্জাল
কুলভূষণের মৃত্যুদণ্ডাদেশে স্থগিতাদেশ দিলেও পাকিস্তানের আদালতে মামলার শুনানি চলবে বলে জানিয়েছে আন্তৰ্জাতিক আদালত। তবে একই সঙ্গে পাকিস্তানের মিলিটারি আদালতকে মৃত্যুদণ্ডের নিৰ্দেশ পুনৰ্বিবেচনার পরামৰ্শ দিয়েছেন আন্তৰ্জাতিক আদালতের বেঞ্চ।
কুলভূষণের মামলা নিয়ে আন্তৰ্জাতিক রায়কে ট্যুইট করে স্বাগত জানিয়েছেন প্ৰাক্তন বিদেশমন্ত্ৰী সুষমা স্বরাজ। প্ৰতিক্ৰিয়া জানিয়েছেন প্ৰতিরক্ষামন্ত্ৰী রাজনাথ সিং প্ৰমুখ। শুভেচ্ছা বাৰ্তায় ভরে গেছে সোশ্যাল মিডিয়া।









কোন মন্তব্য নেই