কর্ণাটকে পতন কংগ্রেস-জেডিএস জোটের, পরবর্তী সরকার গঠনে সক্রিয় বিজেপি
নয়া ঠাহর প্রতিবেদন : কর্ণাটক বিধানসভায় আস্থাভোট গ্রহণের বহু টালবাহানার পর সেই আস্থাভোটেই পতন ঘটল কংগ্রেস-জেডিএস জোট সরকারের। ২২৫ সদস্যের কর্ণাটক বিধানসভায় ১১৮ জন বিধায়কের সমর্থন ছিল জোটের দিকে। তবে ১০৫ বিধায়ক ছিলেন বিজেপির সঙ্গে। দুই নির্দল বিধায়কের সমর্থন ছিল কুমারস্বামী নেতৃত্বাধীন জোট সরকারের দিকেই।
কিন্তু, জুলাই মাসের প্রথম থেকেই একে-একে কংগ্রেস ও জেডিএস বিধায়কেরা পদত্যাগ করতে শুরু করেন। একসময় সেই সংখ্যা এসে দাঁড়ায় ১৬-তে। দুই নির্দল বিধায়কও কুমারস্বামী সরকারের উপর থেকে সমর্থন তুলে নেন। বিক্ষুব্ধ কংগ্রেস ও জেডিএস বিধায়কেরা চলে যান মুম্বইয়ে। সেখানেও হয় একপ্রস্থ নাটক। তবে, আজ ছিল এতদিন ধরে চলা নাটকের যবনিকাপাট। এর আগে, রাজ্যপাল দু'বার আস্থাভোটের সময়সীমা বেঁধে দিলেও ভোট নেওয়া হয়নি।
মঙ্গলবার আস্থাভোট নেওয়ার পর দেখা যায় ৯৯ জন বিধায়কের সমর্থন রয়েছে জোটের দিকে । আর ১০৫ জন রয়েছেন বিজেপির দিকে। দুই নির্দল বিধায়কের নিয়ে চলে টানাহ্যাঁচড়া। একটা সময় কংগ্রেস ও বিজেপি সমর্থকদের মধ্যে দুই নির্দল বিধায়ককে লুকিয়ে রাখা নিয়ে হাতাহাতিও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই দলের শতাধিক কর্মীকে আটক করে পুলিশ।
আস্থাভোট হওয়ার পর কেন্দ্রীয় মন্ত্রী সদানন্দ গৌড়ার মন্তব্য, 'কংগ্রেস ও জেডিএসের কুশাসনে শেষ হল কর্ণাটকে। রাজ্যবাসী এতে খুবই খুশি।' আজকের এই ঘটনার পর স্বভাবতই উচ্ছ্বসিত গেরুয়া শিবির। কর্ণাটকে পরবর্তী সরকার গঠনে তোড়জোড় শুরু করে দিয়েছে বলে সূত্রে প্রকাশ।









কোন মন্তব্য নেই