‘লজ্জা’র লেখিকা তসলিমা নাসরিনের ভারতে থাকার মেয়াদ এক বছর পৰ্যন্ত বাড়ল
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ বাংলাদেশের বিতৰ্কিত লেখিকা তসলিমা নাসরিনকে ভারতের বাড়িতে থাকার জন্য আরও এক বছর সময়সীমা বাড়িয়ে দিল স্বরাষ্ট্ৰ মন্ত্ৰক। রবিবার কেন্দ্ৰীয় স্বরাষ্ট্ৰ মন্ত্ৰক সংবাদ সংস্থা পিটিআইকে জানায় লেখিকার ভারতে থাকার মেয়াদ ২০২০ জুলাই পৰ্যন্ত বাড়ানো হয়েছে। ২০০৪ সাল থেকে তসলিমা সুইডেন-এর নাগরিক। সেদেশে থাকার জন্য পারমিট রয়েছে তাঁর।
ছবি, সৌঃ আন্তর্জাল
গত সপ্তাহে ৫৬ বছর বয়সী লেখিকাকে ভারতে থাকার ৩ মাসের পারমিট দিয়েছিল কেন্দ্ৰীয় স্বরাষ্ট্ৰ মন্ত্ৰক। এরপর তিনি স্বরাষ্ট্ৰ মন্ত্ৰী অমিত শাহকে সময় বাড়ানোর জন্য আবেদন করলে তা এক বছর পৰ্যন্ত বাড়ানো হয়।









কোন মন্তব্য নেই