Header Ads

মেঘালয়াতে বন্যায় মৃত দুই

নয়া ঠাহর প্রতিবেদন: মেঘালয়ার গারো পাহাড়ে বন্যায় আক্রান্ত হয়েছেন প্রায় ১.৫৫ লক্ষ মানুষ । বহু মানুষ ঠাঁই নিয়েছে ত্রাণ শিবিরে । বিশেষ করে পশ্চিম গারোপাহাড়ের বাঙালি অধ্যুষিত মহেন্দ্রগঞ্জে বন্যার তোড় অনেক বেশি । বর্তমানে বৃষ্টি থামলেও , বানের জল খুব ধিরে ধিরে সরছে । 
এর মধ্যেই জলে পড়ে মহেন্দ্রগঞ্জে ফকিরপাড়া এলাকায় মারা যান এক বৃদ্ধা। একটি শিশুও অসাবধানতাবশত ঐ এলাকাতেই দাসপাড়ায় জলে পড়ে মারা যায় ।
চলতি বন্যায়, মহেন্দ্রগঞ্জের নন্দিচর, লকাইচর,গোপালবাড়ি, মালিদাসপাড়া,তহশিলদারপাড়া,কামারপাড়া, মোদকপাড়া,মহেন্দ্রগঞ্জ বাজার সহ বিস্তির্ণ এলাকায় বানের জল ঢুকে পড়েছে ।
জেলাশাসক রাম কুমার এস জানিয়েছেন, ৩০টি ত্রাণ শিবির খোলা হয়েছে । ত্রাণ শিবিরে মোট ১৫ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। আশ্রয় নেওয়া মানুষ জনের মধ্যে ত্রাণ বিতরণ করা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.