বন্যার ফলে নগরের শাক সবজির বাজারে আগুন, শাক সবজির মূল্যবৃদ্ধিতে চিন্তায় গ্রাহক
দেবযানী পাটিকর,গুয়াহাটি ।রাজ্যের বিভিন্ন অঞ্চলে বন্যার তান্ডব কমলেও স্বাভাবিকভাবেই দাম বেড়েছে শাক সবজির ।বন্যার ফলে অনেক শাকসবজি নষ্ট হয়ে গেছে ফলে দ্রুত শাকসবজির মূল্যবৃদ্ধিতে অসুবিধায় পড়েছে সাধারণ লোক ।মূল্যবৃদ্ধি এখন একটা বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে ।বিশেষ করে নগরে বসবাসকারী লোকদের এটা একটা বড় চিন্তার বিষয় হয়েছে। বন্যার জন্য কিছু কিছু বিক্রেতা নিজেদের ইচ্ছানুসারে শাক সবজির দাম বৃদ্ধি করছে । ওদিকে গ্রাহকের অভিযোগ ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছা অনুসারে মূল্য বৃদ্ধি করছে। কিন্তু সেদিকে নজর দেয়নি কেউ। শুক্রবারেও নগরের কয়েকটি বাজারে শাকশব্জির দাম শুনলে চোখ কপালে উঠবে।নগরের গড়চুক,পামহী, জালুকবাড়ি পান্ডু ,উলুবাড়ী, চাঁদমারী,,বৈশিষ্ট্য বেলতলা ,গণেশগুরি ,ইত্যাদি বিভিন্ন বাজারে শাকসবজির দাম আকাশছোঁয়া। নগরে গড়চুক বাজারে শনিবার
বিভিন্ন শাক সবজির মূল্য অনেকটা এ রকম।আলু ২০-৩৫,টাকাপেঁয়াজ ৩০-৩৫,টাকা টমেটো ৬০টাকা।,আদা ২৫০-৩০০টাকা কেজি,শশা৬০টাকা, ভেন্ডি ৫০টাকা,পটল ৬০টাকা,কচু ৫০-৭০টাকা,লংকা ২০০টাকা কেজি, স্কোয়াশ ৬০টাকা,কুমড়া ৬০টাকা কেজি।,
এক্ষেত্রে ব্যবসায়ীরা নিজের নিজের মতো করে দাম বাড়িয়েছে। বন্যার জন্য সমগ্র জিনিসের দাম বাড়িয়ে কিছু অসাধু ব্যবসায়ী নিজেদের ফায়দা উঠাচ্ছে ।ওদিকে রাজ্য সরকার খাদ্য সামগ্রী মূল্য বৃদ্ধি বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি ফলে স্বাভাবিকভাবে আম জনতা দুর্ভোগে পড়েছেন। বৃষ্টি এবং বন্যার ফলে অনেক স্থানে কৃষিজমির জিনিস নষ্ট হয়ে গেছে এর সুবিধা গ্রহণ করেছে কিছু অসাধু ব্যবসায়ীরা গ্রাহক শাক সবজির মূল্য বৃদ্ধি রোধ করার জন্য সরকার তথা প্রশাসনকে আবেদন জানিয়েছেন।









কোন মন্তব্য নেই