Header Ads

উইম্বলডন চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ

বয়সটা কোন ফ্যাক্টর নয়, এই আপ্তবাক্যটা আবার হাড়ে হাড়ে টের পাইয়ে দিলেন ফেডেরার। দুর্দান্ত পাঁচ সেটের লড়াই করলেন জকোভিচের বিরুদ্ধে । যদিও শেষ হাসিটা হাসলেন জকোভিচ। তবে টানটান উত্তেজনা দুই যুযুধান টেনিস তারকা ছড়িয়ে দিয়েছিলেন কোর্টে। লড়াই হল সেয়ানে সেয়ানে।
 জকোভিচ জিতলেন ৭-৬, ১-৬, ৭-৬, ৪-৬ ও ১৩-১২ । ঠোঁট আর কাপের মধ্যের ফারাকটা শেষ সেটে অল্পের জন্য ঘোচাতে পারলেন না ফেডেরার।

৪ ঘন্টা ৫৭ মিনিট ধরে চলা দুই তারকার রেকেট আর টেনিস বলের লড়াই সম্ভবত উইম্বলডনের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় চলা ফাইনালের লড়াই ।
ছবি, সৌঃ আন্তর্জাল

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.