Header Ads

কাজিরঙায় বন্যা, উঁচু এলাকার খোঁজে বন্যপ্রাণীরা

নয়া ঠাহর প্রতিবেদন: ব্রক্ষ্মপুত্রের উপচে পড়া বানের  জল ঢুকে পড়েছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে। কোহরা, বাগারি, আগারাতলি ও বুড়াপাহাড়, এই চার রেঞ্জের অনেকটাই জলের তলায় চলে যাওয়ার জেরে পাশ্ববর্তী উঁচু জায়গা কার্বি পাহাড়ে আশ্রয় নিচ্ছে বন্যপ্রাণীরা।
কোহরা রেঞ্জের এক আধিকারিক জানিয়েছেন, তাদের বেশকিছু ক্যাম্প জলমগ্ন হয়ে পড়েছে । বন্যপ্রাণীরা যাতে নির্বিঘ্নে জাতীয় সড়ক পারাপার করতে পারে তার জন্য জাতীয় সড়কে যান চলাচলের  গতি নিয়ন্ত্রণ করা হয়েছে । চোরাশিকারিদের হাত থেকে বন্যপ্রাণীদের রক্ষা করার জন্য সতর্কতার ব্যবস্থা করা হয়েছে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.