Header Ads

মমতার বেতন লাখ টাকা ছাড়াল ! মন্ত্রী ও বিধায়কদের বেতন কাঠামোয় বড় পরিবর্তন, একনজরে তালিকা !!



বিশ্বদেব চট্টোপাধ্যায়

পশ্চিমবঙ্গ বিধানসভার জনপ্রতিনিধিদের বেতন কাঠামোয় পরিবর্তন। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেতন যেমন লক্ষ টাকা ছাড়িয়ে গিয়েছে, ঠিক তেমনই মন্ত্রী ও বিধায়কদের বেতনও বেড়েছে অনেকটাই। মন্ত্রী ও বিধায়কদের দৈনিক ভাতা দ্বিগুণ করা হয়েছে।
ছবি, সৌঃ ফেসবুক
মুখ্যমন্ত্রীর মূল বেতন ২৭০০১ টাকা। এরসঙ্গে যুক্ত হচ্ছে ৯০ হাজার টাকা ভাতা। সব মিলিয়ে ১,১৭,০০১ টাকা।
পূর্ণমন্ত্রীদের বেতন ২২০০০ টাকা। এর সঙ্গে যুক্ত হচ্ছে ৯০ হাজার টাকা ভাতা। সব মিলিয়ে ১,১২ ০০০ টাকা।
রাষ্ট্রমন্ত্রীদের বেতন ২১৯০০ টাকা। এর সঙ্গে যুক্ত হচ্ছে ৯০ হাজার টাকা ভাতা। সব মিলিয়ে ১,১১ ৯০০ টাকা।
বিধায়কদের বেতন ২১৮৭০ টাকা। এরসঙ্গে যুক্ত হচ্ছে ৬০ হাজার টাকা ভাতা। সব মিলিয়ে ৮১,৮৭০ টাকা। 
বিধানসভা চলাকালীন মন্ত্রী ও বিধায়করা ভাতা পেয়ে থাকেন। বাম শাসনের শেষে সময়ে সেই ভাতা ছিল দৈনিক ৭৫০ টাকা করে। ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর তা বেড়ে হয় হাজার টাকা। এবার বিধায়কদের ভাতা হয়েছেন দ্বিগুণ। অর্থাৎ ২০০০ টাকা করে। আর মন্ত্রীদের ভাতা বেড়ে হয়েছে দৈনিক ৩ হাজার টাকা। 
তৃণমূল জমানায় এনিয়ে মন্ত্রী, বিধায়কদের বেতন বাড়ল তৃতীয় বার। যদিও বিধায়কদের অভিযোগ অন্য রাজ্যের থেকে তাদের বেতন অনেকটাই কম। দিল্লির বিধায়কদের বেতন মাসে ২.১০ লক্ষ টাকা। তেলেঙ্গানার বিধায়কদের বেতন মাসে ২.৫ লক্ষ টাকা। আর উত্তরপ্রদেশের বিধায়কদের বেতন মাসে ১.৮০ লক্ষ টাকা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.