Header Ads

সংসদের মাঝে এবার ডিটেনশন ক্যাম্প প্রশ্ন



নয়া ঠাহর প্রতিবেদন ,নয়াদিল্লিঃ সংসদের মাঝে এবার ডিটেনশন ক্যাম্পে কতজন বন্দী হয়ে আছে এই  প্রশ্ন উত্থাপন করলেন তিরুঅন্তপুরমের সংসদ শশী থারুর ও কংগ্রেস সাংসদ আব্দুল খালেক।মঙ্গলবার লোকসভার নিম্ন সদনে এই  প্রশ্ন উত্থাপন করে  রাজ্যের ডিটেনশন ক্যাম্পে কতজন ঘোষিত বিদেশী বন্দী হয়ে আছে সেই তথ্য জানতে চাইলেন কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ শশী থারুর।

আব্দুল খালেক ও  শশী থারুরের  প্রশ্নের উত্তরে  কেন্দ্রীয় গৃহ রাজ্য মন্ত্রী জি কিষান রেড্ডি বলেন যে আসামে মোট  ৬ টি  ডিটেনশন ক্যাম্প রয়েছে আর এতে  বর্তমানে ১,১৩৩ মোট ঘোষিত বিদেশী রয়েছে।এর মধ্যে ৭৬৯ এক বছরের বেশি এবং ৩৩৫ জন তিন বছরের বেশি ডিটেনশন ক্যাম্পে বন্দী হয়ে আছেন।১৯৯৫ সন থেকে চলতি বছরের ২৮ ফেব্রুযারী পর্যন্ত  ৬৩,৯৫৯ জনকে বিদেশী  ন্যাধিকরনে এক পক্ষীয় সিদ্ধান্তে বিদেশী ঘোষণা করা হয়। এই সকল  বিদেশী ঘোষিত করা লোকরা  জেলা আইনি সেবা থেকে বিনামূল্যে আইনি সেবা লাভ করছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.