Header Ads

এগিয়ে আসতে পারে বিধানসভা ভোট, জ্যোতি বসুর পথ অনুসরণ করতে পারেন মমতা !

বিশ্বদেব চট্টোপাধ্যায় : জ্যোতি বসুর পথ অনুসরণ করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯৯১ সালের মতো ২০২১-এর বিধানসভার ভোটও এগিয়ে আসতে পারে। ১৯৯১-এ যে সিদ্ধান্ত নিয়েছিল জ্যোতি বসু সরকার। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ই সেই রকমই কোনও সিদ্ধান্ত নিয়ে পাশা উল্টে দিতে পারেন। এমনই আশঙ্কা করছে রাজ্য বিজেপি।
এই পরিস্থিতিতে বিধানসভা ভোট হলে কী করণীয় হবে, তার প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। রাজ্য বিজেপির সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, লোকসভা নির্বাচনের ফলে ধাক্কা খেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই দিশেহারা হয়ে তিনি এখন ২০২১-এর পরীক্ষায় উতরাতে চাইছেন যে কোনও প্রকারে।
তিনি তৃণমূলকে কটাক্ষ করে বলেন, কখনও কংগ্রেস ও সিপিএমের সঙ্গে জোট বাঁধার চেষ্টা করছে তৃণমূল। তারপর প্রশান্ত কিশোরের মতো ভোট কৌশলীকে নিয়ে এসে বাংলার রাজনীতিতে বাঁচার পথ খোঁজার চেষ্টা চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই জ্যোতি বসুর মতো তিনিও ভোট এগিয়ে আনতে পারেন।
লোকসভা ভোটের পরই তৃণমূলে ভাঙন দেখা দিয়েছে। বিধায়ক থেকে শুরু করে কাউন্সিলর, পঞ্চায়েত সদস্যরা দলে দলে ভিড় বাড়াচ্ছেন বিজেপিতে। তবে প্রশান্ত কিশোরকে কৌশলী করে আনার পর ফের চাকা ঘুরতে শুরু করেছে। দলত্যাগ করে বিজেপিতে চলে যাওয়া কাউন্সিলর-পঞ্চায়েত সদস্যরা ফের ফিরে আসছেন তৃণমূলে।
এই অবস্থায় তৃণমূল ফের অক্সিজেন পেতে শুরু করেছে। তা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন আগেভাগে ভোট করে নিয়ে বিজেপির মুখে নুন ছিটিয়ে দিতে। তাহলে বিজেপির বাড়বাড়ন্ত কমবে। প্রশান্ত কিশোর তৃণমূল কংগ্রেসের দায়িত্ব নেওয়ার পর থেকে বিজেপিও যে অন্যরকম ভাবতে শুরু করেছে, তা স্পষ্ট !

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.