রথের উৎসবে নতুন সাজে সেজে উঠেছে জগন্নাথের পুরী, ভিড় জমিয়েছেন অসংখ্য ভক্ত
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ আজ রথযাত্ৰা। রথের উৎসবে একেবারে নতুন সাজে সেজে উঠেছে জগন্নাথের পুরী। রথের রশিতে একটি বার টান দিতে লক্ষ লক্ষ মানুষের ভিড় জমায়েত হয়েছে পুরীতে। ঘূৰ্ণী ঝড় ফণি-র দাপটে ধ্বংসের শেষ চিহ্নটুকুও ছিল তা সযত্নে মুছে দেওয়া হয়েছে।
ছবি, সৌঃআন্তৰ্জাল
 ঝড়ের ফলে পুরীর নষ্ট হওয়া রাস্তাঘাট সমস্ত কিছু মেরামত করে ঝকঝকে তকতকে করে তোলা হয়েছে। প্ৰত্যেক বছরের মতো এবছরও বলরাম, সুভদ্ৰা এবং জগন্নাথের যাত্ৰা পথকে সাজিয়ে গুছিয়ে তোলা হয়েছে। এই মুহূৰ্তে লোকে লোকারণ্য পুরীর জগন্নাথ দেবের মন্দিরে। এমন কি তিল ধারণের ঠাঁই নেই মন্দিরের আশেপাশের এলাআকাগুলিতেও। সমুদ্ৰের ধারে, খোলা জায়গায়, অস্থায়ী শিবিরে বিনিদ্ৰ রাত কাটিয়ে জগন্নাথের পথের আনাচে কানাচে অপেক্ষা করে আছেন বহু ভক্ত। একটিবার প্ৰভুর দৰ্শনের আশায় হত্যে দিয়ে পড়ে আছেন তাঁরা।    









  
  
কোন মন্তব্য নেই